Tuesday, August 12

গণমাধ্যমকে এগিয়ে নিতেই জাতীয় সম্প্রচার নীতিমালা: তথ্যমন্ত্রী


স্টাফ রিপোর্টার: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কণ্ঠরোধে নয় গণমাধ্যমকে এগিয়ে নিতেই জাতীয় সম্প্রচার নীতিমালা করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর লেইকশোর হোটেলে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ইংরেজী দৈনিক ঢাকা ট্রিবিউন ও বাংলাদেশ কপিরাইট অ্যান্ড আইপি ফোরাম আয়োজিত এই আলোচনা সভায় গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘নীতি মানে কোনো কিছু নিয়ন্ত্রণ করা নয়। সম্প্রচার আইন না হওয়া পর্যন্ত এটি গণমাধ্যমের জন্য একটি দিক-নির্দেশনা হিসেবে কাজ করবে। জাতীয় সম্প্রচার নীতিমালার মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধ হবে না।’ এই নীতিমালা প্রণয়নের উদ্দেশ্য ব্যাখ্যা করে তিনি বলেন, ‘জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়। আমরা অবাধ স্বাধীনতার কথা বলছি, কিন্তু এর মানে অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়। সাংবাদিকতা মানে নিউজ ডিস্টরশন নয়।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়