স্টাফ রিপোর্টার: ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জন্মদিন পালন করে ‘জাতিকে বিভক্ত’ না করতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে ১৫ আগস্ট উপলক্ষে যুবলীগের শোক র্যালি-পূর্ব সমাবেশে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকে হত্যা করে জাতিকে বিভক্ত করা হয়। দয়া করে ১৫ আগস্ট জন্মদিন পালন করে আর জাতিকে বিভক্ত করবেন না।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের নেত্রী বলেছেন, “বিএনপির সঙ্গে কিসের সমঝোতা, কিসের আলোচনা?” ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যা করা হয়েছে, শেখ রাসেলও বাদ যায়নি।
তাদের সঙ্গে কোনো সমঝোতা বা আলোচনা হতে পারে না। তারপর রাজনৈতিক বাস্তবতায় আমরা আলোচনার হাত বাড়িয়েছিলাম। কিন্তু তারা সেটা গ্রহণ করেনি। যারা শোক দিবসে জন্মদিন পালন করে, জাতি তাদের কখনো ক্ষমা করবে না।’
খবর বিভাগঃ
রাজনীতি

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়