Monday, July 21

হামলা বন্ধে জাতিসংঘের আহ্বান, নিহতের সংখ্যা ৫০১

কানিউজ ডেস্ক : ফিলিস্তিনের গাজায় গত ১৩ দিন ধরে ইসরাইলি হামলায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে গত রবিবার। ওই দিন গাজায় অন্তত ৯০ জন নিহত হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নারী ও শিশুসহ যারা নিহত হয়েছেন তাদের প্রায় অধিকাংশই বেসামরিক নাগরিক। ইতোমধ্যেই গাজায় ইসরাইলী হামলায় নিহতের সংখ্যা পাঁচ শ ছাড়িয়েছে। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উদ্যোগে গাজা পরিস্থিতি নিয়ে রবিবার রাতে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বৈঠকে জাতিসংঘ গাজায় যুদ্ধবিরতি আহবান জানানো হয়।গাজার অদূরে অবস্থিত শেজাইয়া এলাকায় শেল নিক্ষেপে সেখানকার বেশিরভাগ বাড়িঘর ও স্থাপনাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শেজাইয়াতে ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক মানুষ আটকা পড়ে আছে বলে জানিয়েছেন প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট-এর একজন কর্মী। ইসরায়েলি বোমা ও শেল থেকে বাঁচতে বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে শেজাইয়ার হাজারও মানুষ। এদিকে, গাজায় এই ইসরাইলি হামলাকে ‘নৃশংস’ বলে উল্লেখ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন। ‘সহিংসতা’ বন্ধের জন্য ইসরাইল-কে আহ্বান জানিয়েছেন তিনি। জর্ডানের কাউন্সিল মেম্বারদের অনুরোধে গতকালের বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জেরার্ড আরাউড। তবে বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে সম্পর্কে কিছু বলেননি আরাউড।মহা-সচিব বান কি মুন-সহ পরিষদের ১৫ জন সদস্য ওই অঞ্চলের নেতাদের সঙ্গে গাজায় হামলা বন্ধের উপায় খুঁজতে আলোচনা করেছেন বলে অন্য একটি সূত্র জানিয়েছে। গাজার বর্তমান অবস্থাকে ‘অসহনীয়’ আখ্যা দিয়ে প্যালেস্টাইন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, গাজায় এই আক্রমণ মানবতার বিরুদ্ধে। হামলা করে বেসামরিক মানুষ হত্যা করে ইসরায়েল ‘যুদ্ধাপরাধ’ করেছে বলে উল্লেখ করেছেন হামাস-এর একজন মুখপাত্র সামি আবু জাহরি। জাহরি বলেন, “শেজাইয়াতে ইসরায়েল গণহত্যা চালিয়েছে এবং এটি একটি যুদ্ধাপরাধ।”গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা বলেছেন, আক্রান্ত এলাকায় কোনও অ্যাম্বুলেন্সকে যেতে বাধা দিচ্ছে ইসরায়েলি সৈন্যরা। ফলে, আহতদেরকে হাসপাতালে নেয়া সম্ভব হচ্ছে না। সেখানে অ্যাম্বুল্যান্স প্রবেশের জন্য মাত্র এক ঘণ্টা যুদ্ধবিরতি হয়েছিল বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়। এছাড়া বাকি সবসময় বৃষ্টির মত বিরামহীনভাবে চলেছে শেল বর্ষণ।এদিকে, রবিবারের ঘটনায় ১৩ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। এছাড়া হামাস এক ইসরায়েলি সেনাকে গতকাল জীবিত আটক করেছে বলে টেলিভিশনে বিবৃতি দিয়ে জানিয়েছে হামাস-এর কাশেম ব্রিগেড-এর মুখপাত্র আবু ওবেইদা। ইসরায়েলের এই হামলার নিন্দা জানিয়েছেন কাতার-এর পররাষ্ট্রমন্ত্রী খালিদ আল-আত্তিয়া। তবে ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, “যতদিন প্রয়োজন হবে ততদিন এই হামলা চলবে।”নেতানিয়াহুর সঙ্গে এক ফোনালাপের সময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আবারো বলেছেন যে, নিজেকে রক্ষা করার অধিকার ইসরায়েলের রয়েছে। অন্যদিকে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি বলেছেন, গাজায় পূর্ণ যুদ্ধবিরতি কি ভাবে কার্যকর করা যায় সে বিষয়ে আলোচনায় অংশ নিতে শীঘ্রই তিনি মধ্যপ্রাচ্যে যাবেন। গত ১৩ দিনের হামলায় গাজায় এ পর্যন্ত অন্তত ৪২০ জন নিহত হয়েছে। - See more at: 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়