Monday, July 21

দেড় বছর পর নোবেল-তারিন


স্টাফ রিপোর্টার: দেড় বছর পর আবার জুটিবদ্ধ হলেন মডেল অভিনেতা নোবেল ও অভিনেত্রী তারিন। শাহরিয়ারের রচনা ও ফাহমিদা ইরফানের পরিচালনায় নাটকটির নাম ‘নিঃসঙ্গ রাঁধাচূড়া’।
শুক্রবার রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।
নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক ইরফান জানান, একটা মাল্টিন্যাশনাল কোম্পানির লবিতে হঠাৎ করেই দেখা হয়ে যায় পুরনো দুই বান্ধবী জয়া ও নায়লার। কলেজ বিশ্ববিদ্যালয়ে বেশ অন্তরঙ্গ সময় কেটেছে তাদের। অনেক দিন পর দেখা হওয়ার উচ্ছ্বাস। কে কি করছে, কেন এখানে এসেছে, এসব কথার মাঝখানে লিফট থেকে নেমে আসে আদিব। আদিব নায়লার সহকর্মী।
একটা অফিসিয়াল মিটিং করতে দু’জনে এই অফিসে এসেছিল। নায়লা তার পুরনো বান্ধবী জয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেয় আদিবের। জয়া ও নায়লা নিজেদের মধ্যে কার্ড বিনিময় করে। তারপর একটু ব্যস্ত ভঙ্গিতেই আদিবকে নিয়ে চলে যায় নায়লা। জয়া ওদের চলে যাওয়া দেখে। এগিয়ে যায় নাটকের গল্প।
এর আগে ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে জাকারিয়া সৌখিনের রচনা ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘নীল কুয়াশায়’ নাটকে সর্বশেষ জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছিলেন নোবেল ও তারিন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়