স্টাফ রিপোর্টার: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘কারো চিঠির উপর নির্ভর করে র্যাবের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে না’।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, এটা আমাদের রাষ্ট্রীয় বিষয়। কেউ চিঠি দিলো আর আমরা তার উপর নির্ভর করে কোনো বাহিনীর বিরুদ্ধে সিদ্ধান্ত নেব তা হবে না।
আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে র্যাবের বিলুপ্তি বিষয়ে প্রধানমন্ত্রীকে দেয়া হিউম্যান রাইটস ওয়াচের চিঠি প্রসঙ্গে তিনি এসব কথা বলেন। আইন-শৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভার এ বৈঠক দুপুর একটায় শুরু হয়ে বিকাল চারটায় শেষ হয়।
আমু বলেন, দেশের বিভিন্ন কারাগারে কিছু কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন থাকার কারণে অনেকেই অনৈতিক কার্যক্রমে জড়িত হয়ে পড়ছেন। তাই দীর্ঘদিন একই কারাগারে থাকা কর্মকর্তা কর্মচারীদের বদলির সিদ্ধান্ত নিয়েছি আমরা।
ঈদ পরবর্তী বিএনপির আন্দোলনের আভাস সম্পর্কে তিনি বলেন, বিএনপি তেমন কোনো আন্দোলন করতে পারবে বলে মনে হয় না। তারপরও যদি বিশেষ কোনো পরিস্থিতির উদ্ভব হয় তখন জরুরি মিটিং ডেকে সিদ্ধান্ত নেয়া হবে।
শিল্পমন্ত্রী বলেন, সীমান্তে যাতে মাদক না আসে, জ্বালানি তেল পাচার না হয় এবং রোহিঙ্গারা যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে- তার বিষয়ে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমু বলেন, গার্মেন্টস কর্মীরা যাতে বেতন-ভাতা নিয়ে কোনো প্রকার হয়রানির শিকার না হন সেই বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন- তোফায়েল আহমেদ, আবদুল লতিফ সিদ্দিকী, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আসাদুজ্জামান খান ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
খবর বিভাগঃ
রাজনীতি

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়