Tuesday, July 22

পুলিশ বাহিনীকেও সন্ত্রাসী বাহিনীতে পরিণত করার চক্রান্ত চলছে: ফখরুল


নিউজ ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার র‌্যাবের মত পুলিশ বাহিনীকেও সন্ত্রাসী বাহিনীতে পরিণত করার চক্রান্ত চলছে।
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনস্থ লা লুনা রেস্টুরেন্টে মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত এতিম ও দুস্থদের সম্মানার্থে ইফতার ও ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতিম, দু:স্থদের সম্মানার্থে ইফতার মাহফিল ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষমতাকে চিরস্থায়ী করতে বিভিন্ন অপকৌশল করে জনগণের উপর অত্যাচার করছে সরকার।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য করে মির্জা আলমগীর বলেন, এই জালেম ও জুলুমবাজ সরকারের হাত থেকে জাতিকে রক্ষা করতে হবে। তাদেরকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করে হবে এবং দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে।
আয়োজক সংগঠনের সভাপতি শামা ওবায়েদের সভাপতিত্বে এতিম, দু:স্থদের সম্মানার্থে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়