জয়পুরহাট: জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় জেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারী মাওলানা শামসুল ইসলাম নিহত হয়েছেন। সোমবার রাতে জেলার ক্ষেতলালের ফুলদিঘী গ্রাম থেকে সাংগঠনিক কাজ শেষে তিনি মোটরসাইকেল যোগে জয়পুরহাট শহরে নিজ বাড়ি ফেরার পথে ক্ষেতলাল-জয়পুরহাট সড়কের ‘ভাসিলা’ নামক স্থানে নির্মানার্ধীণ একটি ব্রীজের নিচে পড়ে মারাত্মক আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ক্ষেতলাল উপজেলা হাসপাতাল এবং পরে জয়পুরহাট জেলা আাধুনিক হাসপাতালে নেয়া হয়। অবস্থার দ্রুত অবনতি ঘটায় রাত ৩টার দিকে সেখান থেকে তাকে ঢাকায় নেয়ার পথে সিরাজগঞ্জের রায়গঞ্জ এলাকায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৫৩বছর। তিনি স্ত্রী,এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
মঙ্গলবার বাদ যোহর জয়পুরহাট কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে তাকে তার গ্রামের বাড়ি ক্ষেতলাল উপজেলার বটতলির ঘনাপাড়ায় পারিবারিক গোরস্থানে দাফন করার কথা রয়েছে।
উল্লেখ্য, মাওলানা শামসুল ইসলাম র্দীঘ সময় জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারীর দায়িত্ব পালন করেছেন।
খবর বিভাগঃ
সারাদেশ

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়