Tuesday, July 22

ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট জোকো উইদোদো

নিউজ ডেস্ক : ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে জোকো উইদোদোর নাম ঘোষণা করা হয়েছে। এই নির্বাচন অনুষ্ঠিত হয় ৯ জুলাই। নির্বাচনে জাকার্তার গর্ভনর জোকো উইদোদোর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক জেনারেল প্রাবোউ সুবিয়ান্তো। দেশটির বিদায়ী প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধোইয়োনো উভয় দলকেই নির্বাচনের ফলাফলের প্রতি সম্মান দেখাতে বলেছেন। অন্যদিকে, নির্বাচনের ফল প্রকাশকে কেন্দ্র করে দেশটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশজুড়ে আড়াই লাখ পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়