Tuesday, July 22

নোয়াখালীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলার মাইজদী বছিরের দোকানের সামনে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতপরিচয় (৩০) যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানায়, লাকসাম থেকে ছেড়ে আসা সোনাপুরগামী লোকাল ট্রেনটি মাইজদী বশিরের দোকানের সামনে এলে রাস্তার বিপরীত দিক থেকে আসা এক যুবক ট্রেনের নিচে পড়ে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যায়। নিহতের শরীর থেকে মাথা, হাত ও পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় জনতা সুধারাম থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে নিয়ে যায়। গত এক সপ্তাহ আগেও এই স্থানে ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিক্সা উল্টে ৫ জন আহত হয়েছেন। সুধারাম থানার ওসি মোশারফ হোসেন তরফদার জানান, অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিক্যাল মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়