Wednesday, July 23

ইসরাইলের সঙ্গে আ.লীগের চুক্তি রয়েছে: মির্জা আব্বাস


নিউজ ডেস্খ:
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ভয় পাবেন না, বিএনপি একটি রাজনৈতিক দল। আমরা অহিংস আন্দোলন করবো।
মঙ্গলবার ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
শুক্রবার রাতে মহানগরের নতুন দায়িত্ব পাওয়ার পর এই প্রথম মিডিয়ার সামনে কথা বলেন মির্জা আব্বাস।শনিবার রাতে তার শাহজাহানপুরের বাসায় সাংবাদিকদের সামনে কথা না বলা সম্পর্কে তিনি বলেন, ওই আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলাম। সেহরি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারিনি।
মির্জা আব্বাস বলেন, ইসরাইলের সঙ্গে বিএনপির কোন সম্পর্ক নেই। কিন্তু ইসরাইলের সঙ্গে আওয়ামী লীগের চুক্তি রয়েছে। এর পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, ভারতের সাবেক কংগ্রেস সরকার ইসরাইলের সামরিক চুক্তি করেছিল। ওই কংগ্রেস সরকারই আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে।
ডিএমসিএইচ শাখার সভাপতি ডা. একেএম মিহউদ্দিন মাসুমের সভাপতিত্বে বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক এজেডএম জাহিদ হোসেন, ড্যাব সভাপতি একেএম আজিজুল হক প্রমুখ বক্তব্য রাখেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়