Monday, July 21

মেসিকে কেন গোল্ডেন বল দেয়া হল : ব্যাখ্যায় ফিফা

স্পোর্টস রিপোর্টার,: ২০তম ব্রাজিল বিশ্বকাপের সব কিছুতেই সমালোচনা। এবার বিশ্বকাপের রেফারিং নিয়ে সমালোচনা, আয়োজক নিয়ে সমালোচনা এবং এই প্রথমবার সেরা খেলোয়াড়ের স্বীকৃতি হিসেবে গোল্ডেন বল নিয়ে সারা বিশ্বে ব্যাপক সমালোচনা হয়েছে। ব্রাজিল বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল লিওনেল মেসি পাওয়ায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। আরো অনেক খেলোয়াড় থাকার পরও কেন তার তার হাতে তুলে দেয়া হল গোল্ডেন বলের পুরষ্কার। সমালোচনার তালিকায় ম্যারাডোনা, ব্ল্যাটার থেকে শুরু করে অনেক ফুটবল বিশেষজ্ঞও ছিলেন। তারা বলেছেন, গোল্ডেন বল মেসির প্রাপ্য নয়। হয়তো বাণিজ্যিক কারণ বিবেচনায় তাকে এই পুরস্কার দেয়া হয়েছে।
তবে, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপের দাবি, যোগ্য খেলোয়াড়টির হাতেই গোল্ডেন বলের পুরস্কারটি উঠেছে। তারা এর ব্যাখ্যাও দিয়েছেন।
গোল্ডেন বলের দৌড়ে মেসির সঙ্গে ছিলেন টমাস মুলার, জেমস রদ্রিগেজ, আরিয়েন রোবেন, ফিলিপ লামের মতো তারকারা। তবে তাদের পেছনে ফেলে গোল্ডেন বলের পুরস্কার জিতে নেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।
ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপের সদস্য জেরার্ড হলিয়ের বিশ্বের প্রভাবশালী ক্রীড়া সাময়িকী লা মুন্ডেকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমি বুঝতে পারছি, মেসিকে গোল্ডেন বলের পুরস্কার দেয়ায় অনেকেই বিস্মিত হয়েছেন। কারণ, তারা শুধু বিশ্বকাপ ফাইনালে মেসির দ্বিতীয়ার্ধের খেলা মনেই রেখেছিলেন।
লিভারপুল ও অ্যাস্টনি ভিলার সাবেক এই ম্যানেজার আরো বলেন, আমরা মেসির সবগুলো খেলা বিশ্লেষণ করেছি। আমাদের বিচারে এটা এসেছে যে, মেসি তার দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দলকে ফাইনালে তুলেছেন, গোল্ডেন বল পাওয়ার জন্য যেটা অবশ্যই জরুরি। এছাড়া মেসি প্রথম চার ম্যাচের চারটিতেই ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এটাও ভুলে গেলে চলবে না।
হলিয়ের আরো বলেন,  প্রথম চার ম্যাচে মেসি অন্যদের তুলনায় বেশি ভালো খেলেছেন। এছাড়া সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে নিজের কাঁধে সব চাপ নিয়ে প্রথম পেনাল্টি শটটা নিয়েছিলেন। আর তা থেকে গোলও আদায় করে নিয়েছিলেন। সে একটি সংগঠিত দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর এসব কারণেই আমার মনে হয় যোগ্য খেলোয়াড় হিসেবেই মেসি গোল্ডের বলের পুরস্কার জিতেছে।
মেসি গোল্ডেন বল পাওয়ায় যারা সমালোচনা করেছিলেন তাদের বক্তব্য ছিল গোল্ডেন বল পাওয়ার ক্ষেত্রে মেসির চেয়েও এগিয়ে ছিলেন ডাচ তারকা আরিয়্যান রোবেন ও কলম্বিয়ান ফরোয়ার্ড জেমস রদ্র্রিগজ। জেরার্ড হলিয়ের এটারও ব্যাখ্যা দেন।
তিনি বলেন,কোনো সন্দেহ নেই রোবেন অসাধারণ খেলেছেন। কিন্তু, সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনালে তাকে খুব একটা দায়িত্ব নিয়ে খেলতে দেখা যায়নি। এছাড়া তিনি মেক্সিকোর বিপক্ষে একটি পেনাল্টি নিয়ে যথেষ্ট বিতর্কিত হয়েছেন। নকআউট পর্বে দলে তার প্রভাব খুব একটা লক্ষ্য করা যায়নি।
রদ্রিগেজকে নিয়ে হলিয়েরের বক্তব্য, নেইমারের মতো রদ্র্রিগজও অনেক আগে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল। আর্জেন্টাইন মিডফিল্ডার ডি মারিয়া যথেষ্ট ভালো খেললেও রদ্রিগেজদের মতোই শিরোপা মিশনে শেষ পর্যন্ত টিকে থাকতে না পারায় তাকে বিবেচনায় আনা হয়নি।
হলিয়ের উপসংহার টেনে বলেন, গোল্ডেন বলের প্রতিদ্বন্দ্বীতায় শেষপর্যন্ত টিকে ছিলেন টমাস মুলার এবং মেসি। আর আমরা সাতটি ম্যাচের খেলা নিয়ে বিশ্লেষণ করে দেখেছি মেসিই সেরা খেলোয়াড় হওয়ার যোগ্যতা অর্জন করেছে। তার অভিমত, এর পর আশা করি আর সমালেচনা হবে না।
- See more at: http://dnewsbd.com/2014/07/20/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%b2-%e0%a6%a6%e0%a7%87%e0%a7%9f/#sthash.lJCwHGUH.dpuf

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়