Monday, July 21

নয় দিনের ছুটির ফাঁদে দেশ

কানিউজ ডেস্ক: ঈদ উপলক্ষে টানা নয় দিনের ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে দেশ। ঈদের ছুটি মূলত তিন দিনের হলেও আগে-পরে সাপ্তাহিক ছুটি এবং অঘোষিত ছুটিতে টানা নয় দিন রাজধানী ঢাকা থাকবে অনেকটাই ফাঁকা। এবার ২৯ জুলাই সম্ভাব্য ঈদুল ফিতর ধরে ২৮ থেকে ৩০ জুলাই ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি এ ছুটি থাকবে সোম, মঙ্গল ও বুধবার তিন দিন। এর আগে ও পরে রবি ও বৃহস্পতিবার এক দিন করে অফিস রয়েছে।
ছুটির আগে ও পরে এই দুই দিন অফিসে একরকম অঘোষিত ছুটি থাকবে। সে হিসাবে ছুটি শুরু হচ্ছে ২৫ জুলাই থেকে। চলবে ২ আগস্ট পর্যন্ত।
২৫, ২৬ জুলাই শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ২৭ তারিখ ছুটির আগের দিন অফিস থাকলেও অনেকে এদিন আগাম ছুটি নিয়ে ঘরে ফিরবেন। আবার কেউ কেউ এদিন অফিসে এসে হাজিরা খাতায় সই করে রওনা দেবেন বাড়ির দিকে। সে ক্ষেত্রে ৩ আগস্ট থেকে শুরু হবে সরকারি অফিস-আদালত। সব মিলিয়ে টানা নয় দিন ছুটির ফাঁদে যাবে দেশ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়