Monday, March 10

ছাত্রদলের সাবেক সভাপতি টুকুর জামিন

ঢাকা: ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুকে ছয় সপ্তাহের অন্তর্বর্তিকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। তার বিরুদ্ধে দায়ের করা মতিঝিলে হেফাজতের ঘটনাসহ ১০ মামলায় এ জামিন আদেশ দেয়া হয়।
আসামি পক্ষের এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামি পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

অপর দিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খন্দকার দিলুরুজ্জামান।

বাংলামেই২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়