Sunday, March 2

শীর্ষ ধনী বিল গেটস, পঞ্চম ধনী দেশ ভারত

ঢাকা: ভারতে ধনকুবেরদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। সবমিলিয়ে দেশটিতে এখন বিলিয়নিয়ারের সংখ্যা ৭০। এদের মধ্যে সবচেয়ে ধনী হলেন ব্যবসা প্রতিষ্ঠান রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি। এ ধনকুবেরদের নিয়ে চলতি বছর বিশ্বের ধনী দেশগুলোর তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে ভারত।

চীনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হুরুন রোববার বিশ্বের ধনীদেশগুলোর যে তালিকা প্রকাশ করেছে তাতে দেখা যায়, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের আবাসস্থল হিসেবে শীর্ষ স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। তাদের ধনকুবেরের সংখ্যা ৪৮১ জন। ৩৫৮ বিলিয়নিয়ার নিয়ে চীন রয়েছে দ্বিতীয় স্থানে। বিশ্বের অর্ধেকের বেশি ধনী ব্যক্তিই এ দেশ দুটিতে বসবাস করছেন। আর যুক্তরাজ্য রয়েছে তৃতীয় স্থানে। বিত্তশালী হওয়ার প্রতিযোগিতায় দ্রুত এগিয়ে আসছে জাপান, সুইজারল্যান্ড, ভারত ও রাশিয়া।

৭০ জন বিলিয়নিয়ার নিয়ে ২০১৪ সালে ভারত ওঠে এসেছে পঞ্চম স্থানে। দেশটিতে মুদ্রাস্ফীতি এবং ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রা রুপির মান নিচের দিকে নেমে যাওয়ার পরও সেখানে ধনীদের উত্থান থেমে থাকেনি। গত এক বছরে সেখানে বিলিয়নিয়ারদের সংখ্যা আরো ১৭ জন বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। সে দেশের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন রিলায়েন্স কোম্পানির চেয়ারম্যান মুকেশ আম্বানি। তার সম্পদের পরিমাণ ১৮ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় তিনি রয়েছেন ৪১তম স্থানে।

এবার বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে রয়েছেন মার্কিন ধনকুবের এবং মাইক্রোসফটের কর্ণধার বিল গেটস। তার মোট সম্পদের পরিমাণ হচ্ছে ৬৮ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি হলেন মার্কিন ব্যবসা প্রতিষ্ঠান বার্কশায়ার হাথাওয়ের চেয়ারম্যান ওয়ারেন বাফেট। তার সম্পদের পরিমাণ হচ্ছে ৬৪ মিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের তৃতীয় ধনী হচ্ছেন স্প্যানিশ ব্যবসায়ী আমানসিও ওর্তেগা। বিখ্যাত পোশাক কোম্পানির কর্ণধার ওর্তেগার মোট সম্পদের পরিমাণ ৬২ বিলিয়ন মার্কিন।
এ ধনীদের গড় বয়স ৬৪ এবং প্রতি নয় জন বিলিয়নিয়ারের মধ্যে একজন নারী।

বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়