Monday, March 31

রাষ্ট্রদ্রোহিতার মামলায় ফেঁসে গেলেন পারভেজ

ঢাকা: রাষ্ট্রদ্রোহিতার মামলায় ফেঁসে গেলেন পাকিস্তানের সাবেক সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফ। পাকিস্তানে দেশদ্রোহির মামলায় জড়িত কোন সামরিক ব্যক্তিত্ব হিসেবে, তিনিই প্রথম।
পাকিস্তানি এক আদালতে, ২০০৭ সালে জরুরী অবস্থা জারির কারণে তার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। বলা হচ্ছে, বেআইনীভাবে সংবিধান বাতিল করে তিনি দেশটিতে জরুরী অবস্থা জারি করেছিলেন।
এ মামলার বিপরীতে আত্মপক্ষ সমর্থনের জন্যে উকিল নিয়োগ করেছেন পারভেজ। তার দাবি, এ অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।
পারভেজ মোশাররফ ২০০৮ সালে স্বেচ্ছা নির্বাসনে পাকিস্তান ছেড়ে চলে যান। এরপর ২০১৩ সালে পুনরায় প্রত্যাবর্তন করেন।
মামলায় দোষী প্রমাণিত হলে ফাঁসি হতে পারে পাকিস্তানী ইতিহাসের সবচেয়ে দীর্ঘসময় টিকে থাকা এ সামরিক শাসকের। তিনি ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত শাসনকার্য পরিচালনা করেন।
৭০ বছর বয়েসী বর্ষীয়ান এ সামরিক শাসক বর্তমানে উচ্চ রক্তচাপজনিত কারণে হাসপাতালে আছেন বলে জানা গেছে।
বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়