Monday, March 31

সাগরে দুই কোরিয়ার গোলাবর্ষণ

ঢাকা: উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার বিতর্কিত জলসীমায় চলছে মুহুর্মুহু গোলা বিস্ফোরণ। উত্তর কোরিয়ার সামরিক মহড়া চলাকালে দক্ষিণ কোরিয়ার সমুদ্রসীমায় গোলা বিস্ফোরিত হতে থাকলে, পরে দক্ষিণ কোরিয়াও তার পাল্টা জবাব দিতে শুরু করে।
জানা যায়, সোমবার উত্তর কোরিয়ার সামরিক মহড়া চলার সময় প্রায় ৫০০ কামানের গোলার বিস্ফোরণ ঘটানো হয়। যার ১০০টিরও বেশি গোলা উড়ে এসে দক্ষিণ কোরিয়ার সাগরসীমায় পড়ে।

এরপর দক্ষিণ কোরিয়া বোমা দিয়েই বোমার জবাব দিতে থাকে। তারা বিস্ফোরণ ঘটায় প্রায় ৩০০টি।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কিম মিন-সিওক জানান, আইনসিদ্ধ উপায়েই তারা পাল্টা জবাব দিচ্ছেন। উত্তর কোরিয়া যদি এ ধরনের উসকানি অব্যাহত রাখে, তাহলে প্রতিশোধের দিকে যেতে বাধ্য হবে দক্ষিণ কোরিয়া।  
 
উত্তর কোরিয়ার সামরিক মহড়ায় পজিশন নিয়েছেন সেনা।

দক্ষিণ কোরিয়া ইতোমধ্যে পশ্চিম সমুদ্রসীমায় অবস্থিত দ্বীপগুলো থেকে লোকবসতি সরিয়ে নিয়েছে।

বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়