Monday, March 31

বৈজ্ঞানিক গবেষণার ছদ্মবেশে জাপানের তিমি ব্যবসা

ঢাকা: জাতিসংঘের আন্তর্জাতিক আদালত জাপানের তিমি সংগ্রহ অভিযানের বিরুদ্ধে একটি রুল জারি করেছে। বলা হচ্ছে, জাপানের এ তিমি সংগ্রহ অভিযান কোন বৈজ্ঞানিক কারণে সংঘটিত হচ্ছে না, জাপান যা দাবি করে আসছে।
২০১০ সালে অস্ট্রেলিয়া আন্তর্জাতিক আদালতে জাপানের বিরুদ্ধে তিমি সংক্রান্ত এ মামলা দায়ের করে। অভিযোগ বলা হয়, জাপান বৈজ্ঞানিক গবেষণার ছদ্মবেশে তিমি নিয়ে ব্যবসা করেছে।
সোমবার আন্তর্জাতিক আদালতের বিচারক পিটার টমকা জাপানের এ কর্মকাণ্ড আপাতত বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন। 
জাপান জারপা (JARPA= Japan's whaling programme in the Antartic) প্রকল্পের ভিত্তিতে দীর্ঘদিন যাবত অ্যান্টার্কটিক সাগরে তিমি শিকার চালিয়ে আসছে। তাদের দাবি তারা বৃহত্তর বৈজ্ঞানিক গবেষণার কাজে এ তিমিগুলো ব্যবহার করছে।
আদালত জাপানের অস্ট্রেলিয়ার মামলার সাপেক্ষে সংগৃহিত তত্ত্ব বিশ্লেষণ করে জানায়, জাপানের কর্মকাণ্ড থেকে বৈজ্ঞানিক কর্মকাণ্ডের কোন প্রমাণ মিলছে না।
নির্বিচারে তিমি শিকারের বিরুদ্ধে প্রতিবাদ করছেন একজন জাপানী তরুণী
মানুষের অব্যাহত শিকারের মুখে এ স্তন্যপায়ী প্রাণির অস্তিত্ব প্রায় বিলীন হতে বসেছে। পৃথিবীর অনেক দেশে বর্তমানে তিমি শিকার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়