Wednesday, February 12

জাপার দপ্তর সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন সুলতান মাহমুদ

ঢাকা : জাতীয় পার্টির দপ্তর সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন দলটির প্রচার সম্পাদক সুলতান মাহমুদ।

বুধবার জাপা চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান মাহমুদের পদ পরিবর্তন করে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নিয়োগ করেছেন। দপ্তর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত প্রেসিডিয়াম সদস্য তাজুল ইসলাম চৌধুরী সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নিযুক্ত হওয়ায় সুলতান মাহমুদকে এই দপ্তরের দায়িত্ব দেয়া হয়েছে।

দলীয় গঠনতন্ত্রের ৩৯ ধারা মোতাবেক এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়