ঢাকা : বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার দশম জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও এক তরফা করতে চায়।
বুধবার দুপুরে নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, সরকার দশম জাতীয় সংসদ নির্বাচনের মতো আরও একটি ভাগবাটোয়ারার নির্বাচন করার ষড়যন্ত্র করছে। সারাদেশে বিরোধী দলীয় নেতাদের নামে মিথ্যা মামলা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিে তুলে নিয়ে যাচ্ছে-হয়রানি করছে। কারণ তারা ভালো করেই জানেন জনগণ তাদের পক্ষে নয়।
রিজভী বলেন, অবিলম্বে পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচন দিয়ে নিজেদের রক্ষা করুন, অন্যথায় এর ভয়াবহ পরিস্থিতি আপনাদেরকে একাই বহন করতে হবে। প্রতিহিংসামূলক রাজনীতি প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) জীবন দর্শন বলে মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগ সরকারের হত্যা, গুম ও নির্যাতনের মধ্য দিয়ে সারা দেশকে কারাগারে পরিণত করেছে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরকারের প্রাইভেট লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে।
বুধবার দুপুরে নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, সরকার দশম জাতীয় সংসদ নির্বাচনের মতো আরও একটি ভাগবাটোয়ারার নির্বাচন করার ষড়যন্ত্র করছে। সারাদেশে বিরোধী দলীয় নেতাদের নামে মিথ্যা মামলা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিে তুলে নিয়ে যাচ্ছে-হয়রানি করছে। কারণ তারা ভালো করেই জানেন জনগণ তাদের পক্ষে নয়।
রিজভী বলেন, অবিলম্বে পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচন দিয়ে নিজেদের রক্ষা করুন, অন্যথায় এর ভয়াবহ পরিস্থিতি আপনাদেরকে একাই বহন করতে হবে। প্রতিহিংসামূলক রাজনীতি প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) জীবন দর্শন বলে মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগ সরকারের হত্যা, গুম ও নির্যাতনের মধ্য দিয়ে সারা দেশকে কারাগারে পরিণত করেছে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরকারের প্রাইভেট লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে।
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়