Wednesday, February 12

যমুনা সেতুর ওপর সেনাবাহিনীর গাড়ি উল্টে সার্জেন্ট নিহত

সিরাজগঞ্জ : বঙ্গবন্ধু যমুনা সেতুর ওপর সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এক সার্জেন্ট নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন অপর এক সেনাসদস্য।

শুক্রবার বিকেলে সেতুর ১৩নং পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সার্জেন্ট প্রভাত কুমার বগুড়া-৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। তার বাড়ী নওগাঁ জেলায়।

বঙ্গবন্ধু যমুনা সেতুর ট্রাফিক সিকিউরিটি ম্যানেজার লে. কমান্ডার মুজাহিদ জানান, বিকেলে ঢাকার টঙ্গী থেকে বগুড়াগামী সেনাবাহিনীর একটি গাড়ি বঙ্গবন্ধু যমুনা সেতুর ১৩নং পিলারের কাছে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় গাড়িটি সেতুর ওপর উল্টে পড়ে যায়। এতে সেনাবাহিনীর দুই সদস্য গুরুতর আহত হয়।

পরে আহত দুইজনকে উদ্ধার করে প্রথমে বঙ্গবন্ধু সেতু পূর্ব ক্যান্টনমেন্টের সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা থেকে আসা বিমানবাহিনীর হেলিকপ্টারে তাদের ঢাকায় নিয়ে যাওয়ার পথে প্রভাত কুমার (৪৮) মারা যান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়