Wednesday, February 12

এমপিদের ফ্ল্যাটে পরিবার ছাড়া অন্যরা থাকতে পারবেনা

ঢাকা : এমপিদের বরাদ্দকৃত ফ্ল্যাটে স্ত্রী, ছেলে, মেয়ে, বাবা, মা,  ভাইবোন ব্যতিরেকে অন্য কেউ অবস্থান করতে পারবে না।

রোববার জাতীয় সংসদ ভবনে সংসদ কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।কমিটির সভাপতি চীফ হুইপ আ.স.ম. ফিরোজ বৈঠকে সভাপতিত্ব করেন।

এসময় কমিটির সদস্য মোঃ আব্দুস শহীদ, নূর-ই-আলম চৌধুরী, সাগুফতা ইয়াসমিন, মোঃ তাজুল ইসলাম চৌধুরী, ফজলে হোসেন বাদশা, খালিদ মাহমুদ চৌধুরী, মোঃ আসলামুল হক, মোছাঃ মাহাবুব আরা বেগম গিনি, নাজমুল হক প্রধান ও তালুকদার মোঃ ইউনুস  বৈঠকে অংশ গ্রহণ করেন।

বৈঠকে প্রাপ্যতা অনুযায়ী প্রত্যেক রাজনৈতিক দলের প্রদত্ত তালিকা অনুযায়ী ফ্ল্যাট বরাদ্দ চূড়ান্ত হবে, মন্ত্রীদের অনুকূলে কোন ফ্ল্যাট বরাদ্দ হবে না মর্মে সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া সাবেক সংসদ সদস্য শওকত মোমেন শাহ্‌জাহান এর মৃত্যুতে সভায় শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

বৈঠকে জাতীয় সংসদের চীফ হুইপ আ.স.ম. ফিরোজকে সভাপতি, নূর-ই-আলম চৌধুরী, খালিদ মাহমুদ চৌধুরী ও মোঃ তাজুল ইসলাম চৌধুরীকে সদস্য করে ৪ সদস্য বিশিষ্ট আবাসিক সাব-কমিটি গঠন করা হয়। জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণও এসময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়