Wednesday, February 12

সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন জমে উঠেছে

সরিষাবাড়ী (জামালপুর): জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন জমে উঠেছে। মনোয়ন পত্র যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে ২জন চেয়ারম্যান, ৪ জন ভাইস চেয়ারম্যান (পুরুষ) এবং ৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী নির্বাচনী মাঠে নেমে পড়েছেন। যদিও উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়া হয় না তার পরও নির্বাচনে রাজনৈতিক দলের সমর্থন পুষ্ট প্রার্থীরা ভোটের লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। বিশেষ করে স্থানীয় বিএনপি এবং আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীদের মধ্যে নির্বাচনী মাঠে জমজমাট লড়াই হবে বলে ভোটাররা জানিয়েছেন। ইতিমধ্যে বিএনপি এবং আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের নির্বাচনী প্রচারনার কৌশল নিয়ে আলোচনা করছেন। কর্মী বাহিনীর প্রতি বিভিন্ন দিকনির্দেশনা দেয়ার পাশাপাশি প্রতিপক্ষের ভুলত্রুটি সমালোচনা করার কৌশল নিয়েছেন। একই সাথে সাধারণ ভোটারদের আকৃষ্ট করার জন্য নির্বাচনী প্রতিশ্রুতির ফুলঝুড়িসহ নানা পরিকল্পনা উপস্থাপন করছেন। এবারের নির্বাচনে কৌশলগত কারনে দল গুলোর মধ্যে পরোক্ষ ভাবে একক প্যানেল দাড় করানো হয়েছে। উভয় দল চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান-মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্যানেল গঠন করে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। উপজেলা নির্বাচনে বিএনপি ও আওয়ামীলীগের অংশ গ্রহনের কারনে এলাকায় নির্বাচনী আমেজ বিরাজ করছে। প্রতিদ্বন্দিতা পূর্ণ নির্বাচন আশা করছে সাধারণ ভোটাররা।
উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সভাপতি এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবীর তালুকদার শামীম (আনারস), জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গিয়াস উদ্দিন পাঠান (দোয়াত-কলম)। ভাইস চেয়ারম্যান পদে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির আহবায়ক মামুন ফকির (চশমা), পিংনা ইউপির সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ফতেহ লোহানী (উড়োজাহাজ), জহুরুল ইসলাম (তালা), আঃ হাই (টিউবঅয়েল) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থক সাবেক পৌর মহিলা কাউন্সিলর হোসনেয়ারা আসমা (কলস), আওয়ামীলীগ সমর্থিত সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জহুরা লতীফ (ফুটবল), জাহানারা হাবিব (প্রজাপতি), ফরিদা ইয়াসমীন (হাঁস)।
এবারের উপজেলা নির্বাচনে পৌরসভাসহ ৮টি ইউনিয়নের ২ লাখ ১১ হাজার ৮৮৫ জন ভোটারের মধ্যে ১ লাখ ৯ হাজার ৯০৮ জন পুরুষ ও ১ লাখ ১১ হাজার ৯৭৭ জন মহিলা ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আগামী ১৯ ফেব্রুয়ারী ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়