Wednesday, February 26

ঢাকার সঙ্গে ময়মনসিংহ-রাজশাহীর ট্রেন বন্ধ

গাজীপুর: জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার জিয়াউদ্দিনকে সন্ত্রাসীরা লাঞ্ছিত করার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-রাজশাহী রেলরুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ জানায়, রাতে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী সাখাওয়াত হোসেনের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী স্টেশনে প্রবেশ করে মাস্টার জিয়াউদ্দিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এসময় স্টেশন এলাকায় রেলওয়ের জমিজমা অবৈধভাবে ব্যবহার নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়।

এক পর্যায়ে সন্ত্রাসীরা স্টেশন মাস্টারকে কিলঘুষি মেরে লাঞ্ছিত করে। এছাড়া স্টেশনে কর্মরতদের অকথ্যভাষায় গালিগালাজ করে চলে যায়।

এ ঘটনার প্রতিবাদ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে জয়দেবপুর স্টেশনের কর্মকর্তারা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেন। এর ফলে রাত সাড়ে ৮টা থেকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন ওই স্টেশনে আটকা পড়েছে।

বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়