Wednesday, February 26

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান

ঢাকা:অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠেছে পাকিস্তান। প্রথম সেমি-ফাইনালে তারা তিন উইকেটে ইংল্যান্ডকে হারিয়েছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪২ রানে সাত উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় পাকিস্তান। তবে অষ্টম উইকেটে জাফর গোহার (৩৭*) ও আমাদ বাটের (২৬*) ৬৩ রানের অবিচ্ছিন্ন জুটি পাঁচ বল হাতে রেখে জয় এনে দেয় প্রতিযোগিতার দুইবারের চ্যাম্পিয়নদের।

বিজয়ী দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন সাউদ শাকিল। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে সাত উইকেটে ২০৪ রান করে ইংল্যান্ড। অধিনায়ক উইল রোডসের ব্যাট থেকে আসে অপরাজিত ৭৬ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান রায়ান হিগিন্সের। বুধবার দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। বিজিতের সাথে ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান।

ডিনিউজবিডি/সোহেল

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়