নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলার ঝিংঙ্গাবাড়ী ইউপির পাত্রমাটি গ্রাম সংলগ্ন সুরমা নদী থেকে আজ রবিবার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হাত-পা বাধা অবস্থায় ২০ উর্ধ্ব অজ্ঞাতনামা এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে কানাইঘাট থানা পুলিশ। রবিবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন একটি বিছানার লাল চাদর দিয়ে মুড়ানো দেহ থেকে মাথা বিচ্ছিন্ন একটি লাশ সুরমা নদীর চরের ঘেষা পানিতে পড়ে থাকতে দেখে কানাইঘাট থানা পুলিশকে খবর দেন। পরে থানার এসআই আব্দুল ওয়াহিদ, এসআই কামাল আহমদ ঘটনাস্থলে পৌঁছে দেহ থেকে বিচ্ছিন্ন লাশের মস্তকটি মৃত দেহের ২৫/৩০ হাত দূর থেকে উদ্ধার করেন। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শুধুমাত্র একটি জাঙ্গীয়া পরিহিত অজ্ঞাতনামা এ যুবকটিকে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে খুনীরা ক্লান্ত হয়নি, শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পৈশাচিক কায়দায় হত্যা করে লাশটির হাত-পা বেধে চাদরমুড়ি দিয়ে ফেলে রাখে। নৃশংসভাবে খুন হওয়া অজ্ঞাতনামা এ লাশটি দেখার জন্য এলাকার শত শত নারী-পুরুষ ঘটনাস্থলে ভিড় জমায়। লাশ উদ্ধারকারী পুলিশ অফিসার এসআই আব্দুল ওয়াহিদ জানান, যুবকটিকে অন্য কোথাও ২/৩দিন পূর্বে হত্যা করে খুনীরা লাশ এখানে ফেলে রাখা গেছে। এ ব্যাপারে কানাইঘাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
খবর বিভাগঃ
অপরাধ বার্তা
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়