Friday, December 13

সারাদেশে সহিংসতায় নিহত ৫

ঢাকা : মানবতাবিরোধী অপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর দেশের বিভিন্ন এলাকায় সহিংসতা চালিয়েছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এতে ৫ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন।

এসময় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সংখ্যালঘুদের বাড়িতে আগুন, দোকানপাট ভাঙচুর, সড়ক অবরোধসহ হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে তারা।

বৃহস্পতিবার ফাঁসি কার্যকরের পর গভীর রাতে ও ভোরে সাতক্ষীরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই স্থানীয় নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নোয়াখালীর বেগমগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে জামায়াতকর্মীদের সংঘর্ষের সময় নিহত এক রিকশা চালক এবং পিরোজপুরের জিয়ানগর উপজেলায় গুলিতে নিহত বিএনপিকর্মীর লাশ গেছে হাসপাতালে। এছাড়া যশোরের বাঘারপাড়ায় আগুন দিতে গিয়ে ট্রাক চাপায় নিহত হয়েছেন আশরাফুল (২০) নামে এক জামায়াত কর্মী।

সাতক্ষীরার কলারোয়া পৌরসভার গোপীনাথপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুর রহমান আজুকে (৬০) কুপিয়ে খুন করেছে একদল মুখোশধারী দুর্বৃত্ত। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। এদিকে কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান জজ আলী (৩৮) খুন হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে তার নিজ রাড়ি থেকে ডেকে জোড়পূর্বক তুলে নিয়ে গিয়ে পাশ্ববর্তী ঋষিপাড়া খালের পাড়ে তাকে কুপিয়ে হত্যা করেছেন দুর্বৃত্তরা।

নোয়াখালীর বেগমগঞ্জে র‌্যাবের গুলিতে একজন নিহত হয়েছে। এছাড়া আরো ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। নিহত খোরশেদ আলম সোনাইমুড়ীর বজরা ইউনিয়নের রসুলপুর গ্রামের গনি মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির প্রতিবাদে বিক্ষুব্ধরা বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে সোনাইমুড়ী-চৌমুহনী সড়কে গাছ কেটে অবরোধের চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা বাধা দিলে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে র‌্যাব সদ্যসরা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ৬জন গুলিবিদ্ধসহ অনেকে আহত হন। গুলিবিদ্ধদের নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় খোরশেদ শুক্রবার সকালে মারা যান।

কাদের মোল্লার ফাঁসি কার্যকরের প্রতিবাদে পিরোজপুরের জিয়ানগর উপজেলায় ১৮ দলের মিছিলে দুর্বৃত্তের গুলিতে এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ৬ জন। বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত বিএনপি কর্মী শুক্কুর আলীরি (৩২) বাড়ি জিয়ানগর উপজেলার প্রত্তাশী ইউনিয়নে। আহতদের স্থানীয় ভাণ্ডারী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
যশোরের বাঘারপাড়ায় আগুন দিতে গিয়ে ট্রাক চাপায় নিহত হয়েছেন আশরাফুল (২০) নামে এক জামায়াত কর্মী। বাঘারপাড়া থানার ওসি এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্রামের সাতকানিয়া, লোহগাড়ায় ব্যাপক সহিংসতা চালিয়েছে জামায়াত-শিবিরকর্মীরা। এসময় তারা টায়ারে আগুন জ্বালিয়ে চট্টগ্রাম-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এছাড়া চট্টগ্রামের বাঁশখালী বাজারে হামলা ও সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে জামায়াত কর্মীরা।এদিকে কক্সবাজারের খুরুশকূল এলাকার পালপাড়া ও টাইমবাজারে সংখ্যালঘুদের পাঁচ-ছয়টি বাড়িঘরে হামলা করেছে জামায়াত-শিবিরকর্মীরা।

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন কাজলা এলাকায় ২৮নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারের বাড়ির একটি ক্লাব ঘরে আগুন দিয়েছে জামায়াত-শিবির কর্মীরা। এসময় তারা ওই নেতার বাড়িতে ব্যাপক ভাঙচুর করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

গাজীপুর: গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশনে পেট্রোল বোমা হামলা ও ভাঙচুর করেছেন শিবিরকর্মীরা। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।

নড়াইল: জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এড. সুবাস চন্দ্র বোস এর বাড়িতে কে বা কারা আগুন দিয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৪টায় স্থানীয় কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে তার বাড়ির সম্পন্ন পুড়ে যায়। স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বৃহস্পতিবার রাত ১০টা ১ মিনিটে কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।পরে রাত ১১টা ১০ মিনিটের দিকে এম্বুলেন্স করে পুলিশ, র্যা ব ও বিজিবির কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মরদেহ নিয়ে যাওয়া হয় ফরিদপুরের উদ্দেশে। ভোরে সদরপুরের আমিরাবাদে নিজ গ্রামে দাফন করা হয় কাদের মোল্লাকে।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়