নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট সড়কের বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারী আমিনুর রশিদ আনিছ সহ এক শিবির কর্মী কে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ। গত শনিবার রাতে পুলিশ আনিছ কে সড়কের বাজার এবং শিবির কর্মী ফরহাদ হোসেন কে তার নিজ বাড়ি দাবাধরনির মাটি গ্রাম থেকে আটক করে। যানা যায় গত ২৫ অক্টোবর দেশ ব্যাপি বিরোধী জোটের বিক্ষোভ মিছিলের অংশ হিসাবে সড়কের বাজারে স্থানীয় বিএনপির উদ্যেগে একটি মিছিল অনুষ্ঠিত হয়। পরে ঐ দিন রাতে পুলিশ সড়কের বাজারে জঙ্গীমিছিল করার অভিযোগে বিএনপির ৫ নেতা কর্মীকে গ্রেফতার করে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করে। উক্ত মামলায় আনিছকে গ্রেফতার এবং শিবির কর্মী ফরহাদ কে অপর একটি দ্রুত বিচার আইনের এজাহার ভুক্ত মামলার আসামি দেখিয়ে আজ আদালতে সোর্পদ করে পুলিশ। গ্রেফতারকৃতদের স্বজনদের অভিযোগ, যে দুটি মামলায় তাদের আটক করা হয়েছে সংশ্লিষ্ট ঘটনার সাথে তারা কোন ভাবেই জড়িত নয়। হয়রানির উদ্দেশ্যে গ্রেফতার করা হয়েছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়