Wednesday, November 6

সাংবাদিক রশিদ হেলালীর মৃত্যুতে হারিছ চৌধুরী টেকনিকেল স্কুল কলেজের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদকঃ
কানাইঘাট হারিছ চৌধুরী টেকনিকেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী জৈন্তিয়ার কৃতি সন্তান সাংবাদিক রশিদ হেলালীর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন হারিছ চৌধুরী টেকনিকেল স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ও শিক্ষকমন্ডলী। এক শোক বার্তায় তারা বলেন, রশিদ হেলালী জৈন্তিয়া ও কানাইঘাটের শিক্ষার উন্নয়নে যে অবদান রেখেছেন তার জন্য এ অঞ্চলের মানুষ যুগ যুগ ধরে তাঁকে স্মরণ করবে। শোক দাতারা হলেন, কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, সহকারী শিক্ষক মোঃ আব্দুল্লাহ, আবুল কালাম, জাহাঙ্গীর আলম, খালেদা আক্তার, কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল্লাহ, সদস্য আব্দুল মালিক চৌধুরী মেম্বার, আব্দুন নুর ও মোঃ জাকারিয়া প্রমুখ। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়