Tuesday, November 12

রক্ত পিপাসু শেখ হাসিনা ক্ষমতা হারানোর ভয়ে বেশামাল: খায়রুল কবির

নরসিংদী : বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক সাবেক এমপি নরসিংদী জেলা বিএনপির সংগ্রামী সভাপতি খায়রুল কবির খোকন বলেন, রক্ত পিপাসু শেখ হাসিনা ক্ষমতা হারানোর ভয়ে বেশামল হয়ে উঠেছে। সংলাপ, টেলিফোন নাটক করে জাতির সাথে তামসা করে ১৮ দলীয় শীষ নেতাদের গ্রেফতার করে তিনি এটাই প্রমান করতে চান যে, নির্বাচন না দিয়ে ক্ষমতায় থাকবেন। গ্রেফতার এটাই প্রমান করে তিনি বিরোধী দলের সাথে সংলাপ বসতে রাজী নন। 
খোকন রবিবার বিকেলে শহরের ভেলানগর বাজার চত্বরে ১৮ দল আহুত ৮৪ ঘন্টা হরতালের প্রথম দিনে জেলা বিএনপি আয়োজিত সভায় বক্তব্যকালে এ কথা বলেন। এসময় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনজুর এলাহী, মোহাম্মদ আকবর হোসেন, দীন মোহাম্মদ দীপু, শাহজাহান মল্লিক, আমিনুল হক বাচ্চু, নুরুল ইসলাম, গোলাম কবির কামাল, আলহাজ্ব ফারুক উদ্দিন ভূইয়া, এড. উম্মে সালমা মায়া, এড. কানিজ ফাতেমা, মাকসুদুর রহমান খান,  হাবিবুর রহমান মিলন প্রমুখ। 
বিকেল ৪ টায় খায়রুল কবির খোকন ও সদর উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহীর নেতৃত্বে একটি বিশাল মিছিল ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে পৌছলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশী বাধায় মহাসড়কে উঠতে না পেরে বিক্ষোভকারীরা উত্তিজিত হয়ে উঠে । পরে ভেলানগর বাজার চত্বরে এক প্রতিবাদ সমাবেশে বক্তারা বক্তব্য রাখেন। 
খোকন বলেন, জুলুম নির্যাতন, যতই চলবে আন্দোলন ততই বেগবান হবে। পৃথিবীর ইতিহাসে এমন নজির নেই যে অতীতে কোন স্বৈরশাসক গ্রেফতার জুলুম নির্যাতন করে ক্ষমতায় টিকে রয়েছে। 
সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনজুর এলাহী বলেছেন, ১৮ দলীয় শীর্ষ নেতাদের গ্রেফতারে এটাই প্রমান হয় শেখ হাসিনার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। কালবৈশাখীর সম্ভাবনা আচঁ করতে পেরে তিনি পাগল হয়ে গেছে। দেশ বাসী আর তাকে ক্ষমতায় দেখতে চায় না। অবৈধ অগণতান্ত্রিক স্বৈরশাসকের পতন আন্দোলনে তিনি দেশবাসীকে ঝাপিয়ে পড়ার আহবান ।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়