নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট থানা পুলিশ পৃথক দু’টি দ্রুত বিচার আইনে মামলায় বিএনপি, তার সহযোগী সংগঠন এবং জামায়াত শিবিরের ৫৭জন নেতাকর্মীরা বিরুদ্ধে আদালতে চার্জশীট দিয়েছে। জানা যায়, গত ২৫ অক্টোবর কানাইঘাটের সড়কের বাজারে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল করে। মিছিলে অস্ত্রশস্ত্র নিয়ে জননিরাপত্তা বিঘ্ন, জনমনে আতঙ্ক সৃষ্টি ও অরাজকতার অভিযোগ এনে পুলিশ ঐদিন সড়কের বাজার থেকে দিঘীরপাড় ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদক কুতুব উদ্দিন মেম্বার, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও যুবদলের ৫নেতাকে গ্রেফতার করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে। গত ৪নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এস.আই বশির এজাহার নামীয় গ্রেফতারকৃত ৫নেতাকর্মী (বর্তমানে কারারুদ্ধ) সহ বিএনপি সহযোগী সংগঠন এবং স্থানীয় জামায়াত শিবিরের ৩৬ নেতাকর্মীরা বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। অপরদিকে বিরোধী দলের বিগত ৬০ ঘন্টার টানা হরতালের প্রথমদিনে শ্রমিকলীগ নেতা জাবেদ আহমদের অটোরিক্সা ভাংচুরের ঘটনায় সে বাদী হয়ে জামায়াত শিবিরের ৯ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় দ্রুত বিচার আইনে মামলা করে। উক্ত দ্রুত বিচার আইনের মামলায় জামায়াত শিবিরের ২১ নেতাকর্মীকে অভিযুক্ত করে গত ৪ নভেম্বর আদালতে চার্জশীট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই. টিপু সুলতান। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি "কানাইঘাট নিউজকে"বলেন,গাড়ী ভাংচুর, জনমনে আতংক সৃষ্টির অপরাধে তদন্তপূর্বক সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দু’টি দ্রুত বিচার আইনের মামলায় দায়ী ব্যক্তিদের অভিযুক্ত করে চার্জশীট প্রদান করা হয়েছে। এদিকে একের পর এক মিথ্যা মামলায়, বিএনপি ও সহযোগী সংগঠন এবং জামায়াত শিবিরের নেতাকর্মীদের গ্রেফতার ও হয়ারানী করার তীব্র নিন্দা জানিয়েছেন কানাইঘাট ও জকিগঞ্জ বিএনপির প্রধান সমন্বয়কারী চাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক মামুনুর রশিদ মামুন, পৌর বিএনপির সভাপতি ইফজালুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওঃ আব্দুল করিম ও জোটের নেতৃবৃন্দ। তারা এক প্রতিবাদ লিপিতে বলেন, মামলা হামলা দিয়ে চলমান সরকার বিরোধী আন্দোলন ঠেকানো যাবে না বলে হুশিয়ারী উচ্চারন করেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়