ঢাকা : ভারতের ক্ষমতাসীন কংগ্রেস দলের সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিং বলেছেন, তিনি তার দেশে 'তালেবানের হিন্দু সংস্করণ'-কে সফল হতে দেবেন না।
তিনি গতকাল শনিবার সামাজিক যোগাযোগের সাইট টুইটারে ভারতের হিন্দুত্ববাদী দল বিজেপি'র প্রতি এই আক্রমণাত্মক বক্তব্য রেখেছেন। সিং বলেছেন, তালেবানসহ যারা ঘৃণার আদর্শ প্রচার করে আমি তাদের সবাইকে ঘৃণা করি।
দিগ্বিজয় সিং বিজেপি'র নেতা নরেন্দ্র মোদির সমালোচনা করে বলেছেন, তিনি বিখ্যাত কংগ্রেস নেতা সর্দার প্যাটেলের ঐতিহ্য ছিনতাইয়ের চেষ্টা করছেন এবং একদিন হয়তো তিনি (স্বাধীনতা সংগ্রামী ও সমাজবাদী বিপ্লবী) চন্দ্রশেখর আজাদ ও ভাগত সিং-কেও আরএসএস-এর প্রচারক বলে দাবি করবেন, আর এটাও বলবেন যে আরএসএস-এর কারণেই ভারত স্বাধীন হয়েছে!
সিং বিজেপি ও মোদিকে সতর্ক করে দিয়ে আরো বলেছেন, প্যাটেলকে অথবা অন্য যে কোনো স্বাধীনতা সংগ্রামীকে সাম্প্রদায়িক শক্তির প্রতীক হিসেবে তুলে ধরার চেষ্টা হবে তাদেরকে কালিমালিপ্ত করার সমতুল্য।
তিনি প্রশ্ন করেন, নরেন্দ্র মোদি কি আরএসএস'র খ্যাতনামা আদর্শ গোলওয়াকার, দিনদয়াল উপপাধ্যায় এবং শ্যামাপ্রাসাদ মুখার্জির নাম ভাঙ্গানোর পর এখন প্যাটেলের ঐতিহ্যও ছিনতাই করবেন?
দিগ্বিজয় সিং এর আগে নরেন্দ্র মোদির ইতিহাস-জ্ঞান নিয়ে বিদ্রূপ করেছেন। বিজেপি নেতা নরেন্দ্র মোদি ভারতের আগামী এপ্রিলে অনুষ্ঠেয় নির্বাচনে তার দলকে বিজয়ী করতে পারলে প্রধানমন্ত্রী হবেন বলে দলীয়ভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি গতকাল শনিবার সামাজিক যোগাযোগের সাইট টুইটারে ভারতের হিন্দুত্ববাদী দল বিজেপি'র প্রতি এই আক্রমণাত্মক বক্তব্য রেখেছেন। সিং বলেছেন, তালেবানসহ যারা ঘৃণার আদর্শ প্রচার করে আমি তাদের সবাইকে ঘৃণা করি।
দিগ্বিজয় সিং বিজেপি'র নেতা নরেন্দ্র মোদির সমালোচনা করে বলেছেন, তিনি বিখ্যাত কংগ্রেস নেতা সর্দার প্যাটেলের ঐতিহ্য ছিনতাইয়ের চেষ্টা করছেন এবং একদিন হয়তো তিনি (স্বাধীনতা সংগ্রামী ও সমাজবাদী বিপ্লবী) চন্দ্রশেখর আজাদ ও ভাগত সিং-কেও আরএসএস-এর প্রচারক বলে দাবি করবেন, আর এটাও বলবেন যে আরএসএস-এর কারণেই ভারত স্বাধীন হয়েছে!
সিং বিজেপি ও মোদিকে সতর্ক করে দিয়ে আরো বলেছেন, প্যাটেলকে অথবা অন্য যে কোনো স্বাধীনতা সংগ্রামীকে সাম্প্রদায়িক শক্তির প্রতীক হিসেবে তুলে ধরার চেষ্টা হবে তাদেরকে কালিমালিপ্ত করার সমতুল্য।
তিনি প্রশ্ন করেন, নরেন্দ্র মোদি কি আরএসএস'র খ্যাতনামা আদর্শ গোলওয়াকার, দিনদয়াল উপপাধ্যায় এবং শ্যামাপ্রাসাদ মুখার্জির নাম ভাঙ্গানোর পর এখন প্যাটেলের ঐতিহ্যও ছিনতাই করবেন?
দিগ্বিজয় সিং এর আগে নরেন্দ্র মোদির ইতিহাস-জ্ঞান নিয়ে বিদ্রূপ করেছেন। বিজেপি নেতা নরেন্দ্র মোদি ভারতের আগামী এপ্রিলে অনুষ্ঠেয় নির্বাচনে তার দলকে বিজয়ী করতে পারলে প্রধানমন্ত্রী হবেন বলে দলীয়ভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়