Sunday, November 3

রাত ৮টায় রাজধানীতে বিজিবি নামছে

ঢাকা : ১৮ দলীয় জোটের টানা ৬০ ঘণ্টার হরতালে আইন-শৃঙ্খলা রাক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে রাজধানীতে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) নামানো হচ্ছে। রোববার রাত ৮টার পর থেকে ১০ প্লাটুন বিজিবি রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে টহল দেবে।

বিজিবি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নয়াপল্টন, শাহবাগ, ফার্মগেট, গুলশান, উত্তরা, সায়েদাবাদ, যাত্রাবাড়ীসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি নামানো হচ্ছে।

উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সোমবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৬০ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করেছে ১৮ দলীয় জোট। এর আগেও তারা ২৭ অক্টোবর সকাল ৬টা থেকে থেকে ২৯ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৬০ ঘণ্টার হরতাল পালন করে। এতে বেশ কয়েকজনের মৃত্যু হয় এবং অসংখ্য গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়।----ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়