Wednesday, November 6

মোহাম্মদপুরে বোমা তৈরির সরঞ্জ‍াম উদ্ধার, ২ শিবিরকর্মী আটক

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থেকে বোমার তৈরির সরঞ্জাম ও লিফলেটসহ দুই শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল নয়টার দিকে আদাবরের ১০ নম্বর সড়কের দুই নম্বর বাড়ি থেকে তাদের আটক করা হয়।আটককৃত দুই শিবিরকর্মীরা হলেন, আজগর আলী (২২) ও হুমায়ুন কবির (৩০)।

বাংলাদেশ পুলিশ তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (এসি) বিপ্লব কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের বাসা থেকে আনুমানিক ১০ লিটার পেট্রোল, বোমা তৈরির সরঞ্জাম, গাড়ি ভাঙচুরে ব্যবহৃত লাঠি ও দলীয় লিফলেট উদ্ধার করা হয়েছে।

আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য শিবিরকর্মীদের আটক করতে অভিযান চালানো হচ্ছে বলে জানান এসি বিপ্লব কুমার সরকার।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়