ঢাকা : ১৮দলীয় জোট আহুত দেশব্যাপী ৮৪ ঘন্টা লাগাতার হরতাল কর্মসুচী সর্বাত্মক সফল করায় দেশবাসীকে অভিনন্দন জানিয়ে লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, আওয়ামী লীগ সংবিধান সংশোধনের নামে তওাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বর্তমান রাজনৈতিক সংকট সৃস্টি করেছে। পদত্যাগকারী এমপি-মšী¿রা নিজেদের সুবিধা অনুযায়ী সংবিধানের মনগড়া ব্যাখ্যা দিয়ে জনমনে বিভ্্রান্তির জন্ম দিয়েছে। সর্বদলীয় সরকারের নামে গণতন্ত্রের মোড়কে নব্য বাকশাল কায়েম করার ঘৃন্য অপচেস্টা চলছে। ১৮ দলীয় জোটকে বাইরে রেখে কোন প্রহসনের নির্বাচনের আয়োজন করলে দেশপ্রেমিক জনগন তা প্রতিহত করবে।
তিনি বলেন, নির্দলীয় নিরপেক্ষ ত্ওাবধায়ক সরকারের দাবীতে সৃস্ট গনআন্দোলন নসাৎ করতে সরকার বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ,এম কে আনোয়ার,রফিকুল ইসলাম মিয়া,কেন্দ্র্রীয় নেতা আবদুল আউয়াল মিন্টু, শিমুল বিশ্বাসকে গ্রেফতার করেছে। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন, হত্যা-গুম করে চলমান আন্দোলন বানচাল করার ষড়যন্ত্র সফল হবে না। ১৮ দল যে কোন ত্যাগের বিনিময়ে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের মাধ্যমে জালেম সরকারের পতন নিশ্চিত করবে।
তিনি (আজ বুধবার) বিকাল ৪ টায় পল্টনস্থ দলীয় কার্যালয়ে ৮৪ ঘন্টা হরতালে লেবার পার্টিসহ ১৮ দলীয় জোটের গ্রেফতারকৃত নেতা-কমীর মুক্তি,হামলা-মামলার প্রতিবাদে প্রেসব্রিফিং কালে এসব কথা বলেন।
লেবার পার্টির ভাইস চেয়ারম্যান প্রকৌশলী ফরিদ উদ্দিনের সভাপতিত্বে সভায় পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, ভাইস চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো: ফারুক রহমান, ঢাকা মহানগর সভাপতি শামসুদ্দিন পারভেজ, যুগ্ম-মহাসচিব হিন্দুরতœ রামকৃষ্ন সাহা, ওলামা ফোরাম আহবায়ক মাওলানা আনোয়ার হোসেন, ছাএ ফোরাম আহবায়ক কামরুল ইসলাম সুরুজ উপস্থিত ছিলেন। ---ডিনিউজ
তিনি বলেন, নির্দলীয় নিরপেক্ষ ত্ওাবধায়ক সরকারের দাবীতে সৃস্ট গনআন্দোলন নসাৎ করতে সরকার বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ,এম কে আনোয়ার,রফিকুল ইসলাম মিয়া,কেন্দ্র্রীয় নেতা আবদুল আউয়াল মিন্টু, শিমুল বিশ্বাসকে গ্রেফতার করেছে। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন, হত্যা-গুম করে চলমান আন্দোলন বানচাল করার ষড়যন্ত্র সফল হবে না। ১৮ দল যে কোন ত্যাগের বিনিময়ে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের মাধ্যমে জালেম সরকারের পতন নিশ্চিত করবে।
তিনি (আজ বুধবার) বিকাল ৪ টায় পল্টনস্থ দলীয় কার্যালয়ে ৮৪ ঘন্টা হরতালে লেবার পার্টিসহ ১৮ দলীয় জোটের গ্রেফতারকৃত নেতা-কমীর মুক্তি,হামলা-মামলার প্রতিবাদে প্রেসব্রিফিং কালে এসব কথা বলেন।
লেবার পার্টির ভাইস চেয়ারম্যান প্রকৌশলী ফরিদ উদ্দিনের সভাপতিত্বে সভায় পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, ভাইস চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো: ফারুক রহমান, ঢাকা মহানগর সভাপতি শামসুদ্দিন পারভেজ, যুগ্ম-মহাসচিব হিন্দুরতœ রামকৃষ্ন সাহা, ওলামা ফোরাম আহবায়ক মাওলানা আনোয়ার হোসেন, ছাএ ফোরাম আহবায়ক কামরুল ইসলাম সুরুজ উপস্থিত ছিলেন। ---ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়