Wednesday, November 13

ডোমারে বিএনপি’র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ডোমার (নীলফামারী) :  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নীলফামারী জেলা ডোমার উপজেলা শাখার উদ্যোগে বুধবার বিকেলে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন  অনুষ্ঠিত হয়েছে। 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তবে জানাযায়, ১৮ দল ঘোষিত ৮৪ ঘন্টার চলমান হরতালের দ্বিতীয় দিনে গত ১১  নভেম্বর ডোমার উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দের উপস্থিতিতে হরতাল কমৃসুচি পালন করা হয়। কিন্তু গত ১২ নভেম্বর “দৈনিক সমকাল” সহ কয়েকটি পত্রিকায় স্বার্থন্বেষী মহলের প্ররোচনায় “ডোমারে হঠাৎ হরতাল প্রত্যাহার” শির্ষক” মিথ্যা সংবাদ পরিবেশন করে দলের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা করা হয়। এহেন হীন কর্মকান্ডের মিথ্যা সংবাদের তিব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছে ডোমার উপজেলা বিএনপি। 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো¯তফা ফিরোজ প্রধান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, পৌর বিএনপি’র সভাপতি রেজাউল করিম রাজু, সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টু।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়