মাহবুবুর রশিদ/নিজাম উদ্দিন:
দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সম্ভাব্য প্রার্থীরা জোরেসুরে নির্বাচনী প্রচারনায় নেমে পড়েছেন। বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীরা তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও ভোটারদের সমর্থন পাওয়ার জন্য দীর্ঘদিন থেকে মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন। প্রার্থীদের জনসংযোগের ফলে নির্বাচনী এলাকাগুলোতে ভোটের উত্তাপ লাগতে শুরু করেছে। এ আসন থেকে ক্ষমতাসীন দল আ’ওয়ামীলীগ ও বিএনপি,জাতীয়পার্টি ও সমমনা ইসলামী দলের একাধিক মনোনয়ন প্রত্যাশীরা নির্বাচনে প্রতিদ্ধন্ধীতা করার জন্য নির্বাচনী এলাকায় দীর্ঘদিন ধরে সভা,সমাবেশ,মতবিনিময় এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে মূলত নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি মনোনয়ন নিশ্চিত করতে আওয়ামীলীগ ও বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা নিজ নিজ বলয়ের কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করছেন। ক্ষমতাসীন আওয়ামীলীগ থেকে এবারও এ আসনে মনোনয়ন চাইবেন বর্তমান সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী আলহাজ হাফিজ আহমদ মজুমদার, পাশাপাশি মনোনয়ন পেতে জোর প্রস্তুতি নিয়ে দীর্ঘদিন ধরে মাঠে চষে বেড়াচ্ছেন কৃষকলীগ কৃন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য বিশিষ্ট সমাজসেবী আলহাজ আব্দুল মুমিন চৌধূরী,রূপালী ব্যাংকের চেয়ারম্যান এনজিও সংস্থা সীমান্তীকের চীফ পেট্রন এবং আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বিশিষ্ট অর্থনীতীবিধ ডা.আহমদ আল কবির। এছাড়া মনোনয়ন পেতে জোর তৎপরতা চালাচ্ছেন কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সিলেট জেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য জমির উদ্দিন প্রধান,সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা মাসুক উদ্দিন আহমদ,সুপ্রিমকোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোস্তাক আহমদ,এডভোকেট বাহার উদ্দিন আল রাজি। এ আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে চাকসু সাবেক আপ্যায়ন সম্পাদক কানাইঘাট-জকিগঞ্জ বিএনপির প্রধান সমন্ব্য়কারী বিশিষ্ট ব্যাবসায়ী মামুনুর রশীদ মামুন,সাবেক সাংসাদ ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাহির চৌধূরী,কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধূরী। অপরদিকে ১৮ দলীয় জোটের মনোনয়ন পেতে এবারও মাঠ পর্যায়ে নির্বাচনী তৎপরতা ও কেন্দ্রীয়ভাবে দৌঁড়ঝাপ চালিয়ে যাচ্ছেন জামায়াতে ইসলামের কেন্দীয় কর্মপরিষদের সদস্য সাবেক সাংসদ অধ্যক্ষ মাওঃ ফরিদ উদ্দিন চৌধূরী,১৮ দলীয় জোটভুক্ত জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাও ঃ উবায়দুল্লাহ ফারুক। জাতীয় পার্টি থেকে পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি আলহাজ হুসেইন মোহাম্মদ এরশাদ মনোনীত প্রার্থী জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাব্বির আহমদ নির্বাচনী এলাকায় জোর প্রচারনা চালাচ্ছেন। এছাড়াও প্রচারনা চালাচ্ছেন উপমহাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মরহুম মাওঃ আব্দলু লতিফ চৌধূরী ফুলতলী(রহ.) সাহেবে কিবলার সুযোগ্য পুত্র আনজুমানে আল ইসলাহ’র মহসচিব মাও ঃ হুসাম উদ্দিন চৌধূরী ফুলতলী। জোট ও মহাজোটের সমীকরণে শেষ পর্যন্ত আওয়ামীলীগ-বিএনপি ও জাতীয়পার্টি থেকে— কে দলীয় কাঙ্খিত মনোনয়ন পেতে পারেন তার জন্য দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা না হওয়া পর্যন্ত অপোয় থাকতে হবে মনোনয়ন প্রত্যাশী ও তাদের সমর্থকদের ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়