ঢাকা : যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে এক বন্দুকধারীর গুলিতে একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৪ জন আহত হন বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। গোলাগুলির এ ঘটনায় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রায় ৭শ' বিমানের শিডিউল বিপর্যয় ঘটে।
শুক্রবার লস অ্যাঞ্জেলসে আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনার সময় পুলিশের পাল্টা গুলিতে আহত হন হামলাকারী। হামলাকারীর বয়স ২৩ বছর বলে জানায় পুলিশ। তিনি লস অ্যাঞ্জেলসের স্থানীয় অধিবাসী এবং এখন পুলিশের হেফাজতে আছেন। নিহত ব্যক্তি 'পরিবহন নিরাপত্তা প্রশাসনের' কর্মকর্তা ছিলেন। এ ঘটনায় আহত তিন জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।--ডিনিউজ
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়