ঢাকা: আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিরোধী দলের আচরণ দেখে মনে হচ্ছে তারা সংলাপ নয়, অরাজকতার পথেই হাটবে। তারা যদি অরাজকতার পথকে বেছে নেয় তাহলে সরকার হার্ডলাইনে যেতে বাধ্য হবে।
তাদেরকে আর কোনো ছাড় দেয়া হবে না। আজ সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। কামরুল ইসলাম বলেন, যদি সংলাপ করতে হয় তবে অরাজকতা বন্ধ করতে হবে।
নৈরাজ্য, সন্ত্রাস আর সংলাপ একসাথে হতে পারে না। তিনি বলেন, বিএনপি যদি সংলাপের পথ পরিহার করে সংঘাতের পথকে বেছে নেয় তবে এবার তাদের কঠোর হস্তে দমন করা হবে। কোনো ধরণের ছাড় দেয়া হবে না। ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।---ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়