Saturday, November 2

ড্রোন হামলায় পাকিস্তানি তালেবান প্রধান নিহত

ঢাকা : আমেরিকার ড্রোন হামলায় তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) প্রধান হাকিমুল্লাহ মেহসুদ নিহত হয়েছেন। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে গতকাল শুক্রবার আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। এ ঘটনায় মেহসুদের সঙ্গে তার গাড়ির চালক, দেহরক্ষী এবং চাচাও নিহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া ওই ড্রোন হামলায় আরো অন্তত ২৫ জন লোক নিহত হয়েছে গণমাধ্যমে জানা গেছে।
নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমে বলা হয়, উত্তর ওয়াজিরস্তানের দান্দে দারপাখেল এলাকার একটি মসজিদে বৈঠক শেষে সেখানে থেকে চলে যাওয়ার পথে হাকিমুল্লাহর গাড়িতে ড্রোন হামলা হয়। হামলায় তালেবান কমান্ডার আব্দুল্লাহ বাহার মেহসুদ ও তারিক মেহসুদসহ তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) প্রধানের পাঁচ সহচর নিহত হয়েছেন। তবে তার নিহত হওয়ার ব্যাপারে পাকিস্তান সরকার বা তালেবানের পক্ষ থেকে এখনো নিশ্চিত করে কিছু বলা হয়নি।
পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা জানান, এর আগে বেশ কয়েকবার হাকিমুল্লাহ মেহসুদ নিহত হওয়ার খবর প্রকাশ হলেও পরে তার সত্যতা মেলেনি। তবে গত শুক্রবার রাতে পাকিস্তানের বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা, সেনা ও জঙ্গি সূত্র থেকে তার নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়া তার মৃত্যুর খবরে মিরানশাহর তিনজন স্থানীয় গোয়েন্দা কর্মকর্তারা সত্যতা নিশ্চিত করেছেন।
মেহসুদ যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন। তাকে ধরিয়ে দিতে ৫০ লাখ ইউএস ডলার পুরস্কারও ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। মার্কিন ড্রোন হামলায় পূর্বসূরীর মৃত্যুর পর ২০০৯ সালে পাকিস্তানি তালেবানদের প্রধান হন তিনি। এর পর কয়েকবার তিনি মারা গেছেন বলে খবর প্রচার করা হয়।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আমেরিকা সফরে গিয়ে তার দেশে ড্রোন হামলা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানানোর এক সপ্তাহ পর এ ড্রোন হামলা চালানো হলো। এর আগে গত বৃহস্পতিবার মিরানশাহর কাছে আরেক ড্রোন হামলায় তিন তালেবান নিহত হয়।
পাকিস্তানের আফগান সীমান্তবর্তী সাতটি স্বায়ত্বশাসিত উপজাতীয় এলাকার একটি হলো উত্তর ওয়াজিরিস্তান। এলাকাটি তালেবান ও আল-কায়েদা সদস্যদের অভয়ারণ্য হিসেবে পরিচিত।২০০৯ সালের আগস্টে টিটিপির প্রতিষ্ঠাতা বাইতুল্লাহ মেহসুদ মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়ার পর তার ভাই হাকিমুল্লাহ মেহসুদ এ গোষ্ঠীর প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। গত মে মাসে হাকিমুল্লাহর ডেপুটি ওয়ালিউর রেহমান একই ধরনের আরেক ড্রোন হামলায় নিহত হন। নওয়াজ শরিফ তালেবানের সঙ্গে আলোচনার মাধ্যমে সন্ত্রাসবাদ নির্মূলের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয়লাভের পরপরই ওই ড্রোন হামলা হয়েছিল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়