Saturday, November 2

বিএনপি চাইলেই আলোচনায় বসতে প্রস্তুত : সৈয়দ আশরাফ

ঢাকা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, এখনো আলোচনার দরজা খোলা রয়েছে। বিএনপি যখন চাইবে আমরা তখনই আলোচনায় বসতে প্রস্তুত। 

শনিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সমবায় পরিষদ আয়োজিত ৪২তম 'জাতীয় সমবায় দিবস' উপলক্ষ্যে এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে নতুন সরকার গঠন করা হবে।"আওয়ামী লীগের লক্ষ্য এখন আগামী নির্বাচন। তাই বিরোধী দলের আন্দোলনের দিকে তাকানোর সময় নেই সরকারের।"

সংলাপের পথ এখনও খোলা রয়েছে জানিয়ে তিনি বলেন, "অতীতেও সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে এবং আশা করি ভবিষ্যৎতেও সংলাপের মাধ্যমেই সমস্যার সমাধান হবে।"

আশরাফ বলেন, আলোচনার কোন বিকল্প নেই, যে কোন সমস্যাই আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। হরতাল কোন বড় বিষয় নয়। মূল বিষয় হচ্ছে অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করা।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়