নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকা থেকে রমজান আলী (৪২) নামে এক কাঠ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে লাশ উদ্ধার করা হয়। ব্যবসায়ী রমজান আলী নেত্রকোনা জেলার কলমা কান্দা থানার বাতাইনাপাড়া এলাকার মোমেন আলীর ছেলে। তিনি পরিবার নিয়ে জেলার সোনারগাঁও থানার বারগাঁও এলাকার মাহাম্মদ আলীর বাড়িতে বসবাস করে আসছিলেন।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়ালি আরশাদ জানান, দুপুরে বরপা এলাকার অন্তিম নিটিং কারখানা সংলগ্ন স্থানে ব্যবসায়ী রমজান আলীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এসআই আরও জানান, রমজান আলীর মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতের যেকোনো সময় কে বা কারা তাকে হত্যার পর এখানে ফেলে রেখে গেছে। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন এলে প্রকৃত ঘটনা বলা যাবে।
নিহত রমজান আলীর স্ত্রী নাজমা বেগম জানান, তার স্বামী রমজান আলী দীর্ঘদিন ধরে লাকড়ি ও কাঠের ব্যবসা করেন। মঙ্গলবার রাত ৮টার দিকে ব্যবসার কাজে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি।--ডিনিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়