Wednesday, October 23

সোনারগাঁয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নের চৌরাপাড়া মোড় থেকেবুধবার দুপুরে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। 
জানা গেছে, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার এসআই আব্দুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার নোয়াগাঁও ইউপির চৌরাপাড়া মোড়ে অবস্থান করছিলেন। এ সময় রিক্সা যোগে মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী ওখানে পৌঁছলে তাকে তল্লাশী চালিয়ে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে এ ঘটনায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান খাঁন মামলার  সত্যতা স্বীকার করেছেন। ---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়