Sunday, October 6

সিরিয়ায় কি ঘটছে পশ্চিমাদের চেয়ে রাশিয়া ভালো বুঝতে পারে: আসাদ

ঢাকা : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ বলেছেন, সিরিয়ায় সত্যিকার অর্থে কি ঘটছে তা পশ্চিমাদের চেয়ে রাশিয়াই ভালো বুঝতে পারে। এক্ষেত্রে রাশিয়াকে সত্যিকারের বন্ধুপ্রতিম রাষ্ট্র বলে উল্লেখ করেছেন। জার্মান ম্যাগাজিন স্পাইগেল-কে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

বাশার আসাদ বলেন, সিরিয়ার সেনাবাহিনী যে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে তা নিয়ে পশ্চিমা জোট ও তাদের মিত্রদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া প্রতিবেদনে কোন সাদৃশ্য নেই।

রাসায়নিক অস্ত্র ব্যবহার নিয়ে সরকারি সেনাদের বিরুদ্ধে যে সংবাদ প্রকাশ করা হচ্ছে তাকে মনগড়া মিথ্যা অপবাদ বলে উল্লেখ করেন সিরিয়ার প্রেসিডেন্ট।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়