Wednesday, October 23

অধিবেশনে যোগ দিল বিএনপি

ঢাকা : নিবাচনকালীন নির্দলীয় সরকার ও সংলাপের প্রস্তাব দেয়ার পর সংসদ অধিবেশনেও যোগ দিল বিরোধী দল বিএনপি।

বুধবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্নোত্তর পর্ব শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকারের নেতৃত্বে বিরোধী দলের সদস্য অধিবেশন কক্ষে প্রবেশ করেন।

১৮ দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী, বিজেপি ও এলডিপির সদস্যরাও তাদের সঙ্গে রয়েছেন।   

তবে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া অধিবেশনে যোগ দেননি। 

এর আগে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার কক্ষে বসে আলোচনা করে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক অধিবেশনে যোগ দেয়ার সিদ্ধান্ত সাংবাদিকদের জানান। 

১৩ দিন বিরতির পর বুধবার বিকেল ৪টা ৪০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ বসে। এর পরপরই প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব শুরু হয়।  

তার ঘণ্টাখানেক আগে বিকালে স্পিকারের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, সংসদের চলতি অধিবেশন ৭ নভেম্বর পর্যন্ত চলবে।

সর্বশেষ গত ১৪ জুলাই বাজেট অধিবেশনে যোগ দেয় বিরোধী দল। ওই অধিবেশন ১৬ জুলাই পর্যন্ত চললেও সংসদে যোগ দেননি তারা।

গত সোমবার বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর নির্বাচনকালীন ‘সর্বদলীয় মন্ত্রিসভার’ প্রস্তাব নাকচ করে দেন এবং সাবেক উপদেষ্টাদের নিয়ে ‘অর্ন্তবর্তীকালীন নির্দলীয় সরকারের’ পাল্টা প্রস্তাব দেন।    

এরপর মঙ্গলবার সকালে ওই প্রস্তাব নিয়ে আলোচনার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে চিঠি দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি সংসদে যাবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিরোধী দলীয় সাংসদদের নিয়ে দেড় ঘণ্টা বৈঠক করেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই সভা মুলতবি করা হয়।   

বুধবার বিকাল সাড়ে ৪টায় সাংসদ জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে সেই মুলতবি সভা আবার বসে।

বিএনপির এম কে আনোয়ার, মাহমুদুল হাসান, বরকত উল্লাহ বুলু, মাহবুবউদ্দিন খোকন, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, জাফরুল ইসলাম চৌধুরী, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবুল খায়ের ভুঁইয়া, এ বি এম মোশাররফ হোসেন নিজান, এলডিপি‘র অলি আহমেদ, রুমানা মাহমুদ, হাসিনা আহমেদ, রেহানা আখতার রানু, নিলোফার চৌধুরী মনি, সৈয়দ আসিফা আশরাফী পাপিয়া, রাশেদা বেগম হীরা, বিজেপি‘র আন্দলিব রহমান পার্থ, জামায়াতে ইসলামী এ এন শামসুল ইসলামসহ ২৩ জন সাংসদ এই সভায় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়