ঢাকা : হঠাৎ করে সরব হয়ে উঠেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী, ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ড. তুহিন মালিক। ঈদের পরদিন রাতে বনানী নিজস্ব বাসভবনে এক জমকালো পার্টি দিয়ে রীতিমত রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় তুলেছেন। রাজনৈতিকভাবে বিএনপি ঘরানার আইনজীবী হিসেবে পরিচিত তুহিন মালিক টিভি টকশো গুলোতে কথা বলায় দারুন পারদর্শী। সরকার বিরোধী কট্টর সমালোচক। জানা গেছে, তার এই পার্টিতে সুশীল সমাজের বিপুল সংখ্যক প্রতিনিধি, আইনজীবী, সাংসদ, সাবেক মন্ত্রী, সাবেক সাংসদ, একাধিক দেশের কূটনীতিক, সামরিক ও বেসামরিক উদ্বর্তন কর্মকর্তা, একাধিক পত্রিকার সম্পাদক, সিনিয়র সাংবাদিক, টকশো উপস্থাপক, লেখক, কলামিস্ট উপস্থিত ছিলেন। তবে এ পার্টিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ঘরানার কেউ উপস্থিত ছিলেন না। এত পরিমান হোমড়া চোমড়া অতিথির আগমনের সংবাদে সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা দ্বিধাদন্দে পড়ে যায়। একটি চ্যানেল ঐ সময়ে সরাসরি সম্প্রচার শুরু করলে অতিথিরাও ঘাবড়ে যান। ঈদের ছুটিতে নিঝুম বনানী হঠাৎ করেই যেন প্রান চাঞ্চল্য পেয়ে যায়। জানা গেছে, নোবেল বিজয়ী ড. ইউনুসের এ পার্টিতে আসার কথা ছিল। অসংখ্য সংবাদ কর্মী তুহিন মালিকের বাসার নিচে চলে আসায় পরবর্তীতে ড. ইউনুস আর আসেননি। উল্লেখ্য, ড.ইউনুস গ্রামীন ব্যাংক কেউ দখল নিতে আসলে তাদের হাত ভাঙ্গা হবে এমন একটি বক্তব্যের কারনে দেশে বিদেশে আলোচিত ছিলেন। সে কারনে মিডিয়াকে এড়ানোর জন্য ড. ইউনুস পরে আর আসেননি। এর আগের রাতে ড. তুহিন মালিক বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে তার বাসভবনে তার সাথে একান্তে বসেন। এক ঘন্টার বেশি সময় ধরে ড. তুহিন মালিক খালেদা জিয়ার সাথে দেশের চলমান রাজনীতি, বিদ্যমান পরিস্থিতি, সরকার বিরোধী আন্দোলন, খালেদা জিয়ার পরিবার, সরকার বিরোধী আন্দেলনে বিএনপির ব্যর্থতাসহ নানা বিষয়ে মত বিনিময় করেন। বেগম জিয়ার সাথে ড. তুহিন মালিকের ঐ রাতের বৈঠকে উপস্থিত বিএনপি নেতারা এবং বিএনপির ঘরানার বুদ্ধিজীবীরা রীতিমত বিস্মিত হয়ে যান। বিএনপিতে নেতাকর্মীদের মধ্যে আলোচনার ঝড় উঠে, এ বিষয়টা টক অব দ্যা বিএনপিতে পরিনত হয়। বিএনপি ঘরানার বুদ্ধিজীবিরাও রীতিমত ঈর্ষানীত হয়ে পড়েন। শত শত নেতা কর্মী ঐ সময়ে বেগম জিয়ার কাছে গিযে সালাম দিয়ে একান্তে কথা বলতে চাইলেও বেগম জিয়া কাউকেই সময় না দিয়ে তুহিন মালিকের সাথে কথা অব্যাহত রাখেন। এ ব্যপারে ড. তুহিন মালিক ডিনিউজকে বলেছেন, বিরোধী দলের নেত্রী আমাকে ডেকেছিলেন, তার ডাকে সাড়া দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে তার গুলশানস্থ বাসভবনে গিয়েছিলাম। নানা বিষয়ে তিনি আমার সাথে খোলামেলা আলোচনা করেছেন, খুব আগ্রহের সাথে কথা শুনেছেন। তিনি যে আমার টকশো নিয়মিত দেখেন, এটা আমার জানা ছিল না। বেগম জিয়া টকশোতে আমার পারফর্মান্সের প্রশংসা করায় আমি যার পর নাই বিস্মিত। বিএনপিতে সরাসরি যোগ দেয়ার ব্যপারে ড. তুহিন মালিক অস্বিকার করেছেন।---ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়