Tuesday, October 8

কানাইঘাটে জামায়াত-শিবিরের ১৩ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদল নেতার মামলা

নিজস্ব প্রতিবেদকঃ
গত ৩০ সেপ্টেম্বর কানাইঘাট পূর্ব বাজারে ১৮ দলীয় জোটের সমাবেশের মঞ্চ দখল কে কেন্দ্র করে ছাত্রদল যুবদলের সাথে শিবিরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত দিঘীরপার ইউপি ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান আহমদ গত সোমবার বাদী আদালতে ১৩ জামায়াত শিবিরের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ২য় বিজ্ঞ আদালত দরখাস্ত মামলাটি আমলে নিয়ে তদন্ত পূর্বক আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরীকে নির্দেশ দিয়েছেন। জানা যায়, গত ৫ অক্টোবরের আলীয়া মাদরাসা মাঠে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার জনসমাবেশকে সফল করার জন্য ১৮দলীয় জোটের ব্যানারে কানাইঘাট উপজেলা বিএনপি’র একাংশ ও জামায়াতে ইসলাম কানাইঘাট পূর্ব বাজারে ৩০ সেপ্টেম্বর সমাবেশ ও মিছিলের আয়োজন করে। সমাবেশ চলাকালে এক পর্যায়ে যুবদল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী একটি মিছিল নিয়ে মঞ্চের দিকে অগ্রসর হলে পাল্টাপাল্টি স্লোগান ও মঞ্চের নিয়ন্ত্রণ নিয়ে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সাথে শিবির কর্মীদের ব্যাপক সংঘর্ষ বাধে। সংঘর্ষে ছাত্রদল নেতা রায়হান আহমদ শিবির কর্মীদের হামলায় গুরুতর আহতসহ উভয় পক্ষের ১৫নেতাকর্মী জখম হন। সংঘর্ষের সময় মঞ্চ ও শতাধিক চেয়ার ব্যাপক ভাংচুর করা হলে জোটের সমাবেশ পন্ড হয়ে যায়। আহত ছাত্রদল নেতা রায়হানকে রক্তাক্ত অবস্থায় সিলেট ওমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর গত সোমবার সে বাদী হয়ে জামায়াত শিবিরের ১৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ১০/১৫জনকে আসামী করে এ মামলা দায়ের করে। এ ব্যাপারে মামলার বাদী রায়হানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা মিছিল নিয়ে হারিছ চৌধুরীর স্লোগান দিয়ে মঞ্চের দিকে যাওয়ার সময় প্রতিহিংসা বশবর্তী হয়ে জামায়াত শিবিরের নেতাকর্মীরা তাঁকে গুরুতর আহত ও ছাত্রদল, যুবদলের নেতাকর্মীদের উপর শস্বস্ত্র হামলা করে। বিএনপির উপজেলা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দের পরামর্শে তিনি এ মামলা দায়ের করেছেন বলে জানান। তবে মামলায় ঘটনার সাথে জড়িত নয় এমন কয়েকজনকে গ্রাজ মূলকভাবে আসামী করা হয়েছে বলে তাদের আত্মীয় স্বজনরা জানিয়েছেন। 


শেয়ার করুন

1 comment:

  1. অচেনা পথOctober 8, 2013 at 10:39 PM

    এক মায়ের দু'সন্তান মারামারি না করলে হয়না

    ReplyDelete

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়