সিরাজগঞ্জ : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, বর্তমান সরকারের সময়ে হয়তো দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের দুই-একজনের জনের রায় কার্যকর হবে।
বুধবার সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে নিজ বাসভবনে ১৪ দলের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তবে সব যুদ্ধাপরাধীর রায় কার্যকর করতে হলে মহাজোট সরকারকে আবারো ক্ষমতায় আসতে হবে।“৭১ সালে রাজাকারদের হাতে নিহতদের পরিবারসহ বাংলার মানুষের দাবির পরিপ্রেক্ষিতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু করা হয়। বর্তমানে চিহ্নিত যুদ্ধাপরাধীদের রায় দেয়া চলছে। একে একে অনেকগুলো রায় ঘোষণা হয়েছে।”
নাসিম বলেন, “হয়তো এই রায়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। দেশবাসীর দাবি চরমদণ্ড। তবে আদালতের দেয়া এ রায়ে শহীদের আত্মা শান্তি পাবে। ইতিমধ্যেই কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের চৌধুরী, দেলোয়ার হোসেন সাইদীসহ অনেকেরই ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে।
বুধবার সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে নিজ বাসভবনে ১৪ দলের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তবে সব যুদ্ধাপরাধীর রায় কার্যকর করতে হলে মহাজোট সরকারকে আবারো ক্ষমতায় আসতে হবে।“৭১ সালে রাজাকারদের হাতে নিহতদের পরিবারসহ বাংলার মানুষের দাবির পরিপ্রেক্ষিতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু করা হয়। বর্তমানে চিহ্নিত যুদ্ধাপরাধীদের রায় দেয়া চলছে। একে একে অনেকগুলো রায় ঘোষণা হয়েছে।”
নাসিম বলেন, “হয়তো এই রায়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। দেশবাসীর দাবি চরমদণ্ড। তবে আদালতের দেয়া এ রায়ে শহীদের আত্মা শান্তি পাবে। ইতিমধ্যেই কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের চৌধুরী, দেলোয়ার হোসেন সাইদীসহ অনেকেরই ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, “বেগম খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বাঁচানোর লক্ষ্য নিয়েই এখন মাঠে নেমেছেন। যদি কোনোভাবে তারা ক্ষমতায় আসতে পারে, তাহলে দণ্ডপ্রাপ্ত চিহ্নিত যুদ্ধপরাধীরা ছাড়া পেয়ে যাবে। দেশে আবারো এসব চিহ্নিত যুদ্ধাপরাধী নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। তাদের স্পর্ধিত আস্ফালন আর মুক্তিযুদ্ধবিরোধী কর্মকাণ্ড আবারো বাংলার জনগণকে বধ্যভূমিতে ফিরিয়ে নেবে।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবু মোহাম্মাদ গোলাম কিবরিয়া, আবু ইউসুফ সুর্য্য, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী সোহরাব আলী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিউল হক দানি, সাংগঠনিক সম্পাদক আহসানুল কবীর দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।---ডিনিউজ
খবর বিভাগঃ
অন্য জেলা
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়