Friday, October 25

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তব্য রাখছেন খালেদা জিয়া

ঢাকা : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল আয়োজিত সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 

শুক্রবার বিকেল সোয়া ৪টায় সমাবেশ মঞ্চে উঠেন তিনি। এ সময় স্লোগানে স্লোগানে নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানান।

খালেদা জিয়া বলেন, বর্তমান সরকার জনগণকে এতো ভয় পায় যে এ সমাবেশ বন্ধ করতে চায়। ক্ষমতার জন্য নয় বরং জনগণের ভোটের অধিকার আদায়ে সংগ্রাম করছে সরকার।

এর আগে সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে দলের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসেন। আর সমাবেশকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উদ্যানের সবগুলো প্রবেশমুখে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ সমাবেশ ডাকা হয়েছে।

নানা বাধা-বিপত্তির পরও সমাবেশ করতে পারছেন—এ কথা উল্লেখ করে সমাবেশে যাওয়া বিএনপি নেতারা বলেন, এটা তাদের আন্দোলনেরই সাফল্য।

অনেক নাটকীয়তার পর বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ১৩টি শর্তে ১৮ দলকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে। চলতি সপ্তাহে নয়াপল্টন, মানিক মিয়া এভিনিউ এবং সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য আবেদন করে বিএনপি। কিন্তু বৃহস্পতিবার সকালে আবার নতুন করে বিএনপির একটি প্রতিনিধিদল ডিএমপি কার্যালয়ে গিয়ে লিখিতভাবে নয়াপল্টনে সমাবেশের অনুমতি চায়। পরে বিকেলে শর্তসাপেক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয়া হয়।

এরপর রাতে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনেই সমাবেশের অনুমতি চেয়ে আবারো ডিএমপির কাছে লিখিত আবেদন করে বিএনপির একটি প্রতিনিধি দল। কিন্তু রাত ১০টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের কথা নিশ্চিত করে।

উল্লেখ্য, গত ২০ অক্টোবর রাজধানীর ৩টি জায়গায় ২৫ অক্টোবর ১৮ দলের সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করে বিএনপি। পরে প্রধান দুই রাজনৈতিক দলের পাল্টাপাল্টি কর্মসূচিতে সংঘাতের আশঙ্কায় ২১ অক্টোবর থেকে ঢাকা মহানগর এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে পুলিশ।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়