ঢাকা : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ আজ এক গভীর সঙ্কটে। এই সঙ্কট সৃষ্টি করেছে আওয়ামী লীগ, তাই তাদের না হঠানো পর্যন্ত এই সঙ্কট কাটবে না।
রোববার বিকালে জাতীয় প্রেস ক্লাবে ‘ঢাকা মহানগর জাতীয়তাবাদী রিকশা-ভ্যান শ্রমিক দলের প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে।আওয়ামী লীগের সরকারের আয়ু আর মাত্র ২০ দিন। এরপরেই তাদের বিদায় নিতে হবে।
মির্জা ফখরুল বলেন, গত ৫টি সিটি করপোরেশন নির্বাচনে পরাজয় ও আওয়ামী লীগ ক্রমাগত জনরোষে পরিণত হওয়ায় তাদের এ অবস্থা। তারা রাজনৈতিকভাবে এতটাই দেউলিয়া হয়ে গেছে, যে কারণে অন্যের অধীনে নির্বাচন দিতে চায় না। তত্ত্বাবধায়ক দাবি মেনে নিচ্ছে না। নিজেদের অধীনেই নির্বাচন করতে চায়।
তিনি বলেন, আমাদের কথা পরিষ্কার। আমরা বলি না, আমাদের ক্ষমতায় বসিয়ে দাও, আমরা বলছি এমন সরকার গঠন করা হোক যারা নিরপেক্ষ নির্বাচন করবে। এখনই যা শুরু করেছেন তাতেই মানুষ শঙ্কিত। আর নির্বাচনের সময় কি করবেন তা তো বোঝাই যাচ্ছে।
সংগঠনের সভাপতি মাহবুব আলম বাদলের সভাপতিত্বে সভায় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক জাফরুল হাসান, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম ও লোকমান হোসেন বক্তব্য রাখেন।---ডিনিউজ
রোববার বিকালে জাতীয় প্রেস ক্লাবে ‘ঢাকা মহানগর জাতীয়তাবাদী রিকশা-ভ্যান শ্রমিক দলের প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে।আওয়ামী লীগের সরকারের আয়ু আর মাত্র ২০ দিন। এরপরেই তাদের বিদায় নিতে হবে।
মির্জা ফখরুল বলেন, গত ৫টি সিটি করপোরেশন নির্বাচনে পরাজয় ও আওয়ামী লীগ ক্রমাগত জনরোষে পরিণত হওয়ায় তাদের এ অবস্থা। তারা রাজনৈতিকভাবে এতটাই দেউলিয়া হয়ে গেছে, যে কারণে অন্যের অধীনে নির্বাচন দিতে চায় না। তত্ত্বাবধায়ক দাবি মেনে নিচ্ছে না। নিজেদের অধীনেই নির্বাচন করতে চায়।
তিনি বলেন, আমাদের কথা পরিষ্কার। আমরা বলি না, আমাদের ক্ষমতায় বসিয়ে দাও, আমরা বলছি এমন সরকার গঠন করা হোক যারা নিরপেক্ষ নির্বাচন করবে। এখনই যা শুরু করেছেন তাতেই মানুষ শঙ্কিত। আর নির্বাচনের সময় কি করবেন তা তো বোঝাই যাচ্ছে।
সংগঠনের সভাপতি মাহবুব আলম বাদলের সভাপতিত্বে সভায় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক জাফরুল হাসান, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম ও লোকমান হোসেন বক্তব্য রাখেন।---ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়