Sunday, October 6

সুন্দরবনের ক্ষতি হোক এটা আমরা চাই না: প্রধানমন্ত্রী

ঢাকা: সুন্দরবন ক্ষতিগ্রস্ত হবে এমন অভিযোগে যারা রামপালের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা করছেন তাদের ‘উদ্দেশ্য’ কী- তা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘দিনাজপুরের বড় পুকরিয়ায় কয়লা উত্তোলন কেন্দ্রের পাশে একটি কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করা হয়েছে। সেখানকার মানুষ তো ভালই আছে। গাছপালা পরিবেশের তো কোনো ক্ষতি হয়নি। ফসলেরও তো কোনো ক্ষতি হয়নি। যারা রামপাল বিদ্যুকেন্দ্রের বিরোধিতা করছেন, যারা হায় হায় করে মারা যাচ্ছেন তাদের উদ্দেশটা কী? আমি তাদের বলব আগে গিয়ে দিনাজপুর ঘুরে আসুন। তারপর কথা বলুন।
 
রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
প্রধানমন্ত্রী বলেন, ‘সুন্দরবনের ক্ষতি হোক এটা আমরা চাই না। সুন্দরবনকে ওয়ার্ড হেরিটেজের আওতায় আমরাই এনেছিলাম। ১৯৯৬ সালে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার ছিল ৩৬০টি। কিন্তু আমরা বাঘের প্রজনন বাড়াতে উদ্যোগ নিয়েছিলাম। তখন রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়ে ৪৬০টি হয়েছিল।
 
শেখ হাসিনা বলেন, ‘বিরোধী দলীয় নেতাও খুব চিল্লাছেন। বলছেন রামপালে বিদ্যুৎকেন্দ্র হতে দেবেন না। আমরা চাই তেরশ মেগাওয়ার্ট বিদ্যুৎ উৎপাদন করতে। কিন্তু তারা তা হতে দিতে চান না। তবে তারা বলুন এই বিদ্যুৎ কীভাবে উৎপাদন হবে।’
 
রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিরোধিতাকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি চ্যালেঞ্জ করতে পারি, সুন্দরবনের খাল, গাছপালা, পশুপাখি সম্পর্কে আমি যতটুকু জানি তারা তাও জানেন না। ‘   
 
সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের গঠিত উপদেষ্টা পরিষদের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘যারা ইয়াজউদ্দিন আহমেদের উপদেষ্টা হয়েছিলেন। কিন্তু নির্বাচন করতে ব্যর্থ হয়েছেন। দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। এখন ওনাদের সব‍ক নিয়ে চলতে হবে? ওনাদের সবক তো দরকার নাই। আমরা বাংলাদেশ স্বাধীন করেছি আমরা জানি দেশ কীভাবে পরিচালনা করতে হবে।’
 
আওয়ামী লীগ সরকারই দেশে প্রথম বেসরকারি টেলিভিশনের অনুমোদন দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি। কিন্তু স্বাধীনতার সাথে সাথে দায়িত্বও পালন করতে হবে। এমন কিছু প্রচার করা যাবে না যে বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট হয়।’
 
প্রধানমন্ত্রী জনসভা সরাসরি সম্প্রচার করা প্রসঙ্গে তিনি বলেন, এত বিশাল জনসভা কিন্তু কিছু কিছু চ্যানেলে যেখানে মানুষ নাই সেখানটাই দেখানো হয়। আবার অনেক সময় আমাকেও খবরে পাঁচ নম্বরে নিয়ে যাওয়া হয়।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়